সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:২০:৪৩

এশিয়া কাপের ২য় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে যখন মাঠে নামবে বাংলাদেশ

এশিয়া কাপের ২য় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে যখন মাঠে নামবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : শিয়া কাপে এবার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। আগামী ২০ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সারে পাঁচটায় শুরু হবে ম্যাচটি।তামিম যেহেতু ইনজুরিতে তাই তামিমকে ছাড়া যেমন হতে পারে বাংলাদেশের একাদশ। চলুন দেখে নেই-

১. লিটন দাস,২. মোঃ মিথুন,৩. মমিনুল হক,৪. মুশফিকুর রহিম,৫. সাকিব আল হাসান,৬. মাহমুদুল্লাহ রিয়াদ,৭. মোসাদ্দেক হোসেন / আরিফুল হক,৮. মেহেদী হাসান মিরাজ,৯. মাশরাফি বিন মুর্তজা,১০. মোস্তাফিজুর রহমান,১১. রুবেল হোসেন

টুনামেন্ট শুরুতেই শেষ হয়ে গেল তামিম ইকবালের এশিয়া কাপ। ঈদের ছুটিতে যখন সবাই নিজ দেশের বাড়িতে ঠিক তখনই ঢাকায় কোচ সালাউদ্দিনের কাছে ব্যাটিং অনুশীলন সেরে নিয়েছিলেন তামিম ইকবাল। টুর্নামেন্ট শুরুর আগে তামিমকে নিয়ে অনেক আশা ছিল বাংলাদেশ ক্রিকেট ভক্তদের। সম্প্রতি সময় দুর্দান্ত পারফরম্যান্সে থাকায় তামিম ইকবাল অনেক কষ্ট করেছেন এশিয়া কাপকে সামনে রেখে।

অনেক বড় বড় গণমাধ্যম ধারণা করেছিল এবার এশিয়া কাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন বাংলাদেশ জাতীয় দলের এই ওপেনার। কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেছে তামিম ইকবালের। টুর্নামেন্ট শুরুর আগেই ঢাকায় অনুশীলনের সময় হাতে চোট পান তামিম ইকবাল। ব্যথা নিয়েই এশিয়া কাপ খেলতে দুবাই পাড়ি দেন বিশ্বের সেরা এই ব্যাটসম্যান।

গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে কব্জির ইনজুরির কারণে মাঠ থেকে সোজা হাসপাতালে। এবার সেখান থেকে খবর এলো, এশিয়া কাপই আর খেলতে পারছেন না বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান, ওপেনার তামিম ইকবাল। তার কব্জিতে ছিড় ধরা পড়েছে। যে কারণে, তার এশিয়া কাপের বাকি ম্যাচগুলো খেলা আর সম্ভব হবে না। ক্রিকইনফো, ক্রিকবাজ জানিয়েছে এ সংবাদ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে