সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ০১:১১:১১

অর্ধেক খেলেই জয়ের ঘরে পাকিস্তান

অর্ধেক খেলেই জয়ের ঘরে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের আজ ২য় ম্যাচ।আর এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে সবকয়টি উইকেট হারিয়ে হংকং সগ্রহ করে ১১৬ রান।সহজ নক্ষ্য তাড়া করতে নেমে খুব সহজেই মাত্র ২ উইকেট হারিয়ে ২৩.৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌছে যায় পাকিস্তান

১১৭ রানের লক্ষ্যে পাকিস্তান ব্যাট করতে নেমে ফাখর জামান আর বাবর আজমের উইকেট হারাতে হয় পাকিস্তানকে। ফাখর জামান আউট হন ২৪ রান করে । বাবর আজম করেন ৩৩। ওপেনার ইমাম-উল হক অপরাজিত থাকেন ৫০ রানে। শোয়েব মালিক ৯ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন।

জয়ের লক্ষ্যে পৌছাতে যদিও আরও দুটি উইকেট হারাতে পারতো পাকিস্তান। আম্পায়ারের অমার্জনীয় ভুলের কারণে দু’বার বেঁচে যান ইমাম-উল হক।প্রথমবার ইমাম-উল হক মাঠের আম্পায়ার নট আউট দিলে রিভিউ নেয় হংকং। পুরোপুরি প্রমাণ ছাড়াই থার্ড আম্পায়ার আবারও নট আউটের সিদ্ধান্ত জানায়। ফলে রিভিউ নষ্ট হয় হংকংয়ের।

পরে আবার আরও একটি সিদ্ধান্ত বিপক্ষে যায় হংকংয়ের। রিপ্লেতে দেখা গেলো, প্লাম্ব ছিলেন ইমাম; কিন্তু রিভিউ না থাকায় হংকংয়ের কিছুই করার ছিল না। আম্পায়ারদের এই ভুলগুলোকে সরাসরি ‘ডাকাতি’ হিসেবে উল্লেখ করেছে ক্রিকবাজ। এই সুযোগে তিনি হাফ সেঞ্চুরিও তুলে নেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে