সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:১৪:৫৮

বাংলাদেশের কাছে ১১ গোলে বিধ্বস্ত বাহরাইন

 বাংলাদেশের কাছে ১১ গোলে বিধ্বস্ত বাহরাইন

স্পোর্টস ডেস্ক: আজ এএফসির অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্বে বাহরাইনকে ১১ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশের নারী ফুটবলাররা। গত আসরে বাছাইপর্বে শীর্ষস্থানে থেকেই থাইল্যান্ডে মূলপর্বে খেলতে গিয়েছিলো বাংলাদেশ। এবারও একই আশা নিয়ে মাঠে নামবে মারিয়া-আঁখিরা।

বাহরাইনের বিপক্ষে খেলা হয়নি লাল সবুজের প্রতিনিধিদের। তাই অনুশীলনে বেশ মনোযোগী ছিলেন ছোটনের শিষ্যরা। নিজেদের সর্বোচ্চ দিয়ে লড়াই করার প্রত্যয় ছিল প্রধান কোচের মুখে।

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ডামাডোলের মধ্যেই শনিবার ঢাকায় শুরু হয়েছে এএফসি অনূর্ধ্ব–১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব। দুদিন পেরিয়ে গেলেও আজই প্রথম মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল।

স্বাগতিকদের প্রথম বাধা বাহরাইন। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলা শুরু হবে বেলা সাড়ে তিনটায়। ফিফা র‌্যাঙ্কিংয়ে মেয়েদের ফুটবলে বাংলাদেশ ১১২তম স্থানে। বাহরাইন ৮০তম।

কিন্তু লড়াইটা যখন বয়সভিত্তিক প্রতিযোগিতায়, ৩২ ধাপ পেছনে থাকা বাংলাদেশকেই ধরা হচ্ছে ফেবারিট। প্রথম পরীক্ষায় নামার আগে বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটনও আত্মবিশ্বাসী ম্যাচের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত।

সর্বোচ্চ শক্তি দিয়েই খেলবে মেয়েরা, জয়ের জন্যই মাঠে নামবে। মেয়েদের ফুটবলে এই প্রথম বাহরাইনের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। গত পরশু বাছাইপর্বের শুরুর দিনই যারা ৮-০ গোলে বিধ্বস্ত হয়েছে লেবাননের কাছে।

পরশু মাঠে বসে লেবানন-বাহরাইন ম্যাচ দেখে তাদের শক্তি-দুর্বলতা সম্পর্কে একটা মোটামুটি ধারণাও নিয়েছেন বাংলাদেশ কোচ। তারপরও বাহরাইনকে বেশ সমীহ করছেন তিনি, ‘বাহরাইনকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে