সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:৪২:২০

বিশ্বকাপে বাংলাদেশ দলে আবারও দেখা যাবে আশরাফুলকে

বিশ্বকাপে বাংলাদেশ দলে আবারও দেখা যাবে আশরাফুলকে

স্পোর্টস ডেস্ক: আশরাফুল হয়তো কল্পনাও করতে পারিনি এত তাড়াতাড়ি বাংলাদেশ এই দলে সুযোগ পেয়ে যাবেন তিনি। শুধু আশরাফুল না অগণিত ক্রিকেট ভক্তরা ও এটা চিন্তা করতে পারেনি। গত ১৩ আগস্ট সব ধরনের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা উঠে যায় মোহাম্মদ আশরাফুলের থেকে।

নিষেধাজ্ঞা কাটিয়ে প্রথমবারের মতো বাংলাদেশে এ দলে সুযোগ পেলেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। খুলনায় চারদিনের ম্যাচ উপলক্ষে সৌম্য সরকার এবং ইমরুল কায়েসের সাথে ঢাকা ত্যাগ করলেন মোহাম্মদ আশরাফুল।

২০১৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ে জড়িয়ে আট বছরের জন্য নিষিদ্ধ হন আশরাফুল। আপিলের পর সেই সাজা কমে দাঁড়ায় পাঁচ বছর। দুই বছর আগে বিপিএল ছাড়া অন্যান্য ঘরোয়া আসরে খেলার ছাড়পত্র পান তিনি। অবশ্য ঘরোয়া ক্রিকেটে নিষেধাজ্ঞা কাটিয়ে প্রথম মৌসুমে খুব একটা সুবিধা করতে পারেননি আশরাফুল।

তবে ঢাকা প্রিমিয়ার লিগে নিজের সর্বশেষ মৌসুমে দারুণ কিছুই করে দেখিয়েছেন আশরাফুল। হাঁকিয়েছেন পাঁচটি সেঞ্চুরি। পাশাপাশি লিস্ট এ ক্রিকেটে বেশ ধারাবাহিকও ছিলেন তিনি। গত দুই মৌসুমে ২৩টি পঞ্চাশ ওভারের ম্যাচে তার ব্যাটিং গড় ৪৭.৬৩।

নিষেধাজ্ঞা পুরোপুরি শেষে আশরাফুল জানিয়েছেন, তার লক্ষ্য ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ। সেই লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটার, ‘এ’ দলে থাকা ক্রিকেটার ও এইচপি টিমে থাকা সদস্যের সমন্বয়ে দুইটি দল গঠন করা হবে। এইচপি দলের বাইরে থাকা এই ক্রিকেটারদের তালিকায় রয়েছেন- তাসকিন আহমেদ, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মার্শাল আইয়ুব, আল আমিন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ আশরাফুলরা।

আশরাফুলের জন্য নির্বাচকদের নজরে আসার বড় সুযোগ হবে এই চারদিনের টেস্ট ম্যাচ। সোমবার খুলনায় পৌঁছানোর কথা স্কোয়াডে থাকা ক্রিকেটারদের। আর বৃহস্পতিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হবে এই চারদিনের ম্যাচ। এই ম্যাচের পরেই শুরু হচ্ছে বাংলাদেশের ঘরোয়া লীগ টুনামেন্ট।

বাংলাদেশ ক্রিকেট লিগে ঢাকা মেট্রো হয়ে খেলবেন মোহাম্মদ আশরাফুল। এরপরে রয়েছে দেশের ক্রিকেটে আরেক জনপ্রিয় টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ। তার আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল খেলার সুযোগ পাবেন মোহাম্মদ আশরাফুল। বিশ্বকাপের আগে এই ৩ টুর্ণামেন্টে ভালো কিছুই করতে পারলে বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে মোহাম্মদ আশরাফুলের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে