মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ০১:১৩:২৩

এইমাত্র পাওয়া: এশিয়া কাপের মাঝপথে দেশে ফিরছেন সাকিব

এইমাত্র পাওয়া: এশিয়া কাপের মাঝপথে দেশে ফিরছেন সাকিব

স্পোর্টস ডেস্ক: ইউনিমনি এশিয়া কাপ ২০১৮ আসরে গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের মোকাবেলা করতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এরই মাঝে সাকিব আল হাসানকে ঘিরে তৈরী হয়েছে নতুন শঙ্কা। বৃহস্পতিবার টাইগারদের দ্বিতীয় ম্যাচ থাকলেও হঠাৎ’ত দেশে ফিরতে হচ্ছে তাকে।

আর এর পেছনে রয়েছে মেয়ের অসুস্থতা। দুবাইতে বাবা-মায়ের সাথে বাংলাদেশের টিম হোটেলে থাকা সাকিবকন্যা আলাইনা হাসান অব্রি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় তাকে দেশে রেখে যেতেই ফিরতে হচ্ছে সময়ের অন্যতম সেরা এ অলরাউন্ডারকে।

সাকিব আল হাসানের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন তার এজেন্ট ‘এন নাইন’। তার ফিরে আসার বিষয়ে জানতে চাওয়া হলে এন নাইনের পক্ষ থেকে জানানো, আলাইনা (সাকিবকন্যা) অসুস্থ হয়ে পড়েছে। যার ফলে তাকে দেশে রাখতে এক প্রকার বাধ্য হয়েই বুধবার উনাকে (সাকিব) ঢাকা ফিরতে হচ্ছে।”

বুধবার স্থানীয় সময় অনুযায়ী বিকাল ৪টায় (বাংলাদেশ সময়ানুযায়ী সন্ধ্যা ৬.৩০ মিনিট) বাংলাদেশের উদ্দেশে বিমান ধরার কথা রয়েছে সাকিব আল হাসানের বলেও এসময় তার এজেন্টের পক্ষ থেকে জানানো হয়।

তবে দেশে ফিরে কবে নাগাদ আবারও দলের সাথে যোগ দিতে দুবাই রওনা হবেন তিনি? জানতে চাওয়া হলে এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য জানাতে না পারলেও ১৯ কিংবা ২০ সেপ্টেম্বর দুবাই ফিরতে পারেন সাকিব বলে এন নাইনের পক্ষ থেকে এসময় জানানো হয়।

শ্রীলঙ্কাকে ‘বি’ গ্রুপের ম্যাচে হারিয়ে প্রতিযোগিতায় দুর্দান্ত শুরু করেছে। দাপুটে এ জয়ের পরেও স্বস্তিতে নেই মাশরাফিবাহিনী। তামিম ইকবালের চোটের জন্য দল থেকে ছিটকে যাওয়ার সাথে মুশফিকের পাঁজরের ইঞ্জুরিতে যখন চিন্তার ভাঁজ টাইগারদের কপালে। তখন ৩১ বছর বয়সী এ অলরাউন্ডারের আচমকা দেশে ফেরার ঘটনা আরেকটু ধাক্কা হয়ে আসলো টাইগার শিবিরে।

গ্রুপ ‘বি’ এর শেষ ম্যাচে ২০ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। খেলাটি শুরু হবে বাংলাদেশ সমইয়ানুযায়ী বিকাল ৫.৩০ মিনিটে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে