মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ১১:০৫:১৩

মাশরাফি, রিয়াদ আর নয়জন তরুণ দিয়ে গড়া দল খেলবে আফগানদের বিপক্ষে!

মাশরাফি, রিয়াদ আর নয়জন তরুণ দিয়ে গড়া দল খেলবে আফগানদের বিপক্ষে!

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে গতকাল আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা হেরে যাওয়াতে সুপার ফোড়ে বাংলাদেশের জায়গা নিশ্চিত। তাই আফগানদের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি এখন গ্রুপ সেরা হওয়ার ম্যাচ। তবে সেই ম্যাচের আগে দল নিয়ে বেশ চিন্তিত টাইগার টিম ম্যানেজমেন্ট।  

টিম ম্যানেজমেন্টের চিন্তিত হওয়ার মূল কারণ টাইগারদের ইনজুরি। এ যেন এক ‘ক্যান্সার’। ছাড়ছেই না টাইগারদের। তামিম, মুশফিক, সাকিব। তামিম ইতিমধ্যেই দেশে ফিরছেন। বাকী মুশফিক-সাকিবের খেলা নিয়ে দেখা দিয়েছে সংশয়। কারণ এরা প্রত্যেকেই ইনজুরি নিয়ে খেলেছে এশিয়া কাপের প্রথম ম্যাচে। তাই মাশরাফি, রিয়াদ আর নয়জন তরুণ দিয়ে গড়া দলের বাংলাদেশের খেলা দেখতে হবে আফগানদের বিপক্ষে।

সাকিব এমনিতেই শতভাগ ফিট নন। তারওপর তাঁর মেয়ে অসুস্থ হওয়ায় দেশে ফিরছেন। মেয়েসহ পরিবারকে দেশে রেখেই আবার ১৯ বা ২০ তারিখে দুবাই ফেরত যাবেন তিনি। তাই ২০ তারিখে আফগানদের বিপক্ষে খেলবেন কিনা, তা নিয়ে নিশ্চিত কিছু জানা যায় নি।

আবার মুশফিক আছেন পাঁজরের ইনজুরিতে। তাঁর পাঁজরের নয় নম্বর হাড়ে। কিন্তু চোটটা এমন এক জায়গাতে, যেখানে ইনজেকশন দেওয়া যায় না। আবার না যায় ব্যান্ডেজ করাও। মুশফিক তাই নিজেকে ফিট রেখেছেন ব্যথানাশক ট্যাবলেট খেয়েই। চার দিনে অন্তত ২৫টি ব্যাথানাশক ট্যাবলেট খেয়েছেন তিনি। এভাবেই তিনি খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে। পাশাপাশি এশিয়া কাপের প্রস্তুতি চলাকালে ইনজুরিতে পড়েন তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। পরে দেখা গেলো আঙ্গুলের ইনজুরিতে রয়েছেন তিনি। সেই ইনজুরি নিয়েই আরব আমিরাত গেছেন তিনি। তবে জানা গেছে তিনি এখন সুস্থ। এক কথায় ইনজুরিতে জর্জরিত পুরো দল।

যেই সিনিয়র ক্রিকেটাররা দলের হাল ধরেন তাঁরা না খেললে কেমন করবে টাইগাররা? এমন প্রশ্ন রয়েই যাচ্ছে। তবে সিনিয়র ক্রিকেটাররা এটাকে তরুণদের জন্য সুযোগ হিসেবেই মানছেন। মাশরাফি বেশ কয়েকদিন ধরেই বলছেন, তরুণ এবার দায়িত্ব নিতে হবে। হয়তো এটাই সেই সু্যোগ। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে