মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৪৯:২৫

যে একটি কারণে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণ

যে একটি কারণে আফগানিস্তানের বিপক্ষে  ম্যাচটি গুরুত্বপূর্ণ

স্পোর্টস ডেস্ক: প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুন জয় পেয়েছিল বাংলাদেশ। আর সেই জয়ের পর এই গ্রুপের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানও হারিয়ে দেয় শ্রীলঙ্কাকে। ফলে এক ম্যচ হাতে রেখেই সুপার ফোর নিশ্চিত করে বাংলাদেশ এবং আফগানিস্তান দুই দলই। গ্রুপের এই দুই দলের পরের ম্যাচটি তাই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। মর্যাদার লড়াই।

বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার এই ম্যাচটির আক্ষরিক অর্থে তেমন কোন গুরুত্ব নেই। কেননা, গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার্সআপ হওয়ার মাঝে কোন পার্থক্য নেই। সুপার ফোরে সব দলের বিপক্ষেই খেলতে হবে সবাইকে। কিন্তু মর্যাদার দিক থেকে এই ম্যাচটি বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।

শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। তামিম ইকবাল এক হাত নিয়েই ব্যাটিং করতে নেমেগেছেন। মুশফিকুর রহীম খেলেছেন বিরোচিত ইনিংস। বাংলাদেশ পেয়েছে সম্মান। কিন্তু এই সব কিছুই আবার শেষ হয়ে যাবে যদি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে কোন অঘটন ঘটে।

কিন্তু এই মর্যাদার লড়াইয়ে বাংলাদেশের দুই ব্যাটিং স্তম্ভকে পাচ্ছেনা। একজন তামিম ইকবাল। অন্যজন সাকিব আল হাসান। তামিম ইকবাল কব্জির ইনজুড়ির কারনে খেলতে পারবেনা এই ম্যাচে। তিনি শুধু এই ম্যাচই নয়, খেলতে পারবেনা পুরো এশিয়া কাপেই। আর সেজন্য তিনি আজই চলে আসবেন দেশে।

অন্যদিকে সাকিব আল হাসানের সমস্যা ইনজুড়ি নয়। সমস্যা, তার মেয়ে। দুবাইতে থাকা তার মেয়ে আলাইনা হাসান অব্রি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। আর সেজন্যই তাকে দেশে রেখে যেতে ফিরতে হবে সাকিবকে। তাই আফগানিস্তানের বিপক্ষে খেলতে পারবেন না তিনিও।

তাই দায়িত্ব নিতে হবে তরুনদের। এই ম্যাচটিতে তামিম-সাকিব ছাড়া বাংলাদেশ কেমন খেলে সেটারও পরীক্ষা হয়ে যাবে কিছুটা। তরুনরা দায়িত্ব নিতে পারলে ম্যাচের ফলাফল ভালো আশা করা যায়। কিন্তু চিরাচরিত রুপে ব্যর্থ হলে মানহানীরই যে সম্ভাবনা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে