মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৩৮:২০

পাকিস্থান শিবিরে দুঃসংবাদ

পাকিস্থান শিবিরে দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের ১৪তম আসরে পাকিস্থান প্রথমেই মুখমুখি হয় হংকং এর।আর এটি ছিল এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচ যেখানে হংকংকে ৮ উইকেটে হারিয়ে শুভ সূচনা করে পাকিস্তান। কিন্তু শুভ সূচনার পরপরই ভেসে এলো দুঃসংবাদ। পাকিস্তানের পেস বোলিং কোচ আজহার মাহমুদের ভাতিজার হঠাৎ মৃত্যুর খবরে বিষন্ন পাকিস্তান শিবি্র।ভাতিজার মৃত্যুর খবর পেয়ে দ্রুত আরব আমিরাত ছাড়ছেন কোচ আজাহার।

প্রথম ম্যাচে হংকংকে ৮ উইকেটে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছেন সরফরাজ বাহিনী। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াইটা এখনও বাকি। চিরপ্রতিদ্বন্দ্বি ভারতের বিপক্ষে বুধবার (১৯ সেপ্টেম্বর) মুখমুখি হবে পাকিস্থান।

দলের পেস বোলিং কোচ আজহার মাহমুদ খুব শীঘ্রই ফের আমিরাতে ফিরে আসবেন।দেশে কাজ মিটলেই হয়ত ২১ সেপ্টেম্বর দ্বিতীয় রাউন্ডে দলের সাথে যোগ দিবেন আজহার।

অন্যদিকে এবারের এশিয়া কাপে ‘বি’ গ্রুপ থেকে ইতোমধ্যেই সুপার ফোরে নিশ্চিত করেছে বাংলাদেশ আর আফগানিস্তান। তবে ‘এ’ গ্রুপের লড়াই এখনও উম্মুক্তে।এখনো ‘এ’ গ্রুপের কেউই সুপার ফোরের জন্য নিশ্চিত হয়নি।

তবে এখনো হংকংয়ের বিরুদ্ধে জিতে এগিয়ে আছে পাকিস্তান।আর আজকের ম্যাচে হংকংয়ের বিপক্ষে ভারত জিতলেই নিশ্চিত হয়ে যাবে এশিয়ার দুই পরাশক্তির পরের রাউন্ড।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে