বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ০২:১৬:৩০

যোগ্যতার প্রমাণ দিতে আবার মাঠে আশরাফুল

যোগ্যতার প্রমাণ দিতে আবার মাঠে আশরাফুল

স্পোর্টস ডেস্ক: অদম্য টাইগার তিনি। যোগ্যতার প্রমাণ দিতে আবার মাঠে আশরাফুল। তরুণ ক্রিকেটার ও জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটারদের নিয়ে খুলনায় শুরু হয়েছে ৪ দিনের বিশেষ প্রস্তুতি ম্যাচ। শেখ আবু নাসের স্টেডিয়ামে বুধবার সকাল সাড়ে ৯টায় শুরু হয়েছে ম্যাচটি।

বিসিবি সবুজ ও লাল দলে ভাগ হয়ে খেলছেন ক্রিকেটাররা। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইমরুল কায়েসের সবুজ দল। অন্যদিকে ফিল্ডিংয়ে নেমেছে সৌম্য এবং নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা মোহাম্মদ আশরাফুল। গত ১৩ আগস্ট আশরাফুলের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছিল।

হাই-পারফরমেন্স দল (এইচপি) নিয়ে গঠন করা হয়েছে সবুজ দল। দলে খেলেছেন ইমরুল কায়েস, মো. আব্দুল মজিদ, মো. জাকির হোসেন, ফজলে মাহমুদ রাব্বী, কাজী নুরুল হাসান সোহান, মো. সাদমান ইসলাম, কামরুল ইসলাম রাব্বী, মো. এবাদত হোসেন চৌধুরী, জোবায়ের হোসেন লিখন ও ইফতেখার সাজিদ।

অন্যদিকে, বিসিবি'র ‘বি’ দল নিয়ে গঠন করা হয়েছে লাল দল। এ দলে খেলছেন মোহাম্মাদ সাইফ হাসান, সৌম্য সরকার, মোহাম্মদ আশরাফুল, আফিফ হোসেন ধ্রুব, মো. আল আমিন (জুনিয়র), মো. মেহেদী হাসান, তানভীর ইসলাম, মার্শাল আইয়ুব, সৈয়দ খালেদ আহমেদ, আবু জায়েদ রাহি, তানভীর হায়দার খান, তাসকিন আহমেদ ও সানজামুল ইসলাম।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে