বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৫১:৫৩

ভারতকে সমীহ করছেন পাক অধিনায়ক

ভারতকে সমীহ করছেন পাক অধিনায়ক

স্পোর্টস ডেস্কঃ বিরাট কোহলি না থাকলেও এশিয়া কাপে মুখোমুখি লড়াইয়ের আগে ভারতকে কোনও ভাবেই হালকাভাবে নিচ্ছেন না পাক অধিনায়ক সরফরাজ আহমেদ। সতর্ক পাক দলনায়কের ধারণা, কোহলির মতো বিশ্বমানের ক্রিকেটার না থাকলেও ভারত সবসময় শক্তিশালী দল। আজ বিকেল সাড়ে ৫টায় পাক-ভারত যুদ্ধ শুরু হবে দুবাইয়ের ২২ গজি উইকেটে।

হংকং ম্যাচ জিতে সুপার-ফোরের দিকে এক পা বাড়িয়ে রাখা পাকিস্তান চলতি এশিয়া কাপের অন্যতম ফেভারিট দল। আমীরশাহীতে খেলা বলেই কার্যত হোম গ্রাউন্ডে এশিয়া সেরা হওয়ার অভিযানে নেমেছে তারা। তবে তার জন্য পাকিস্তানের সব থকে বড় বাধা ভারতই। একা কোহলির অনুপস্থিতিতে ভারতকে খেতাবের লড়াই থেকে ছিটকে দেওয়া যাবে না কখনই। বিষয়টা ভালোভাবেই বোঝেন সরফরাজ বলে ভারতীয় মিডিয়া মন্তব্য দিয়েছে।

তাছাড়া ভারত-পাকিস্তান ম্যাচে কখনও কাউকে এগিয়ে রাখা যায় না। তা সে বিশ্বের যে কোনও প্রান্তেই হোক না কেন, এমন পরিস্থিতিতে সরফরাজ বলেন, ‘কোনও সন্দেহ নেই যে বিরাট ওদের ক্যাপ্টেন এবং একজন বিশ্বমানের ব্যাটসম্যান। তবে কোহলিকে ছাড়াও ভারত অত্যন্ত শক্তিশালী দল।’

পাক অধিনায়ক আরও বলেন, ‘ভারতীয় দলে দারুণ সব ক্রিকেটার রয়েছে, যারা ইতিমধ্যেই দেশের হয়ে ভালো ক্রিকেট খেলে এসেছে। সুতরাং আমার মনে হয় না কোহলির না থাকায় কোনও তফাৎ তৈরি হবে। ওদের ব্যাটিং অত্যন্ত শক্তিশালী। আমি নিশ্চিত দারুণ একটা ম্যাচ খেলা হবে।’

ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্মৃতিটা পাকিস্তানকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে কি না, এই প্রসঙ্গে সরফরাজ জানান, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির কথা আমাদের মাথায় নেই। সেটা অন্য পরিবেশ-পরিস্থিতিতে খেলা হয়েছিল। তাছাড়া সেটা একবছর আগে খেলা হয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফিজয় এখন অতীত। এশিয়া কাপে আমরা মাঠে নামব নতুন পরিকল্পনা ও নতুন আবেগ সামনে নিয়ে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে