বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:২২:২০

'আমাদের টার্গেটই ছিল নেইমার'

'আমাদের টার্গেটই ছিল নেইমার'

স্পোর্টস ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়নস লিগে হাইভোল্টেজ ম্যাচে পিএসজিকে ৩-২ গোলে হারিয়েছে লিভারপুল। আর এই ম্যাচে পিএসজি তারকা নেইমারই লিভারপুলের টার্গেট ছিল বলে ম্যাচ শেষে জানিয়েছেন দলটির কোচ ইয়ুর্গেন ক্লপ।

নেইমার স্বাভাবিক ভাবেই প্রতিপক্ষের ডিফেন্সে ত্রাস ছড়ায়। সেই একই কাজটি তিনি করবেন লিভারপুলের বিপক্ষে এমনটা ভাবাই ছিল। জানতেন ইয়ুর্গেন ক্লপও। তাই নেইমার যাতে তার স্বাভাবিক খেলাটি খেলতে না পারে এবং নেইমারকে সামলে কিভাবে আ্ক্রমনে উঠা যায় সেটাই ভেবে রেখেছিলেন ক্লপ।

নেইমারকে অবশ্য বেশ ভালোভাবেই আটকে রেখেছিল লিভারপুল। তবে সেই আটকানোর মাঝেও বেশ কিছু সুযোগ তৈরি করেছিলেন তিনি। এমবাপ্পের গোলটিও তারই তৈরি করে দেয়া।

এদিকে নেইমারকে আটকে রাখার চেষ্টা করলে তারাও তাদের পরিকল্পনা পরিবর্তন করবে এমনটাও বুঝতে পেরেছিলেন ক্লপ। তবে সেটা খুব বেশি ক্ষতি করেনি লিভারপুলের।

ম্যাচ শেষে ক্লপ বলেন, “তারা তাদের খেলায় পরিবর্তন এনেছিল। আমরা এটাই প্রত্যাশা করেছিলাম। তাই এটা নিয়ে বেশি চিন্তা করিনি।”

“নেইমার বাঁয়ে ছিল। এটা আরো কঠিন করে দিল আমাদের জন্য। আমরা আরো বেশি তৎপর ছিলাম এবং শেষ পর্যন্ত সফল হয়েছি।”

“আমরা অনেক জায়গা কভার করেছি এবং গ্যাপ গুলো বন্ধ করে দিয়েছি। যখন আমরা বল পেয়েছি তখন আমরা রাইট উইং ব্যবহার করেছি।”

“নেইমার বিশ্বসেরা খেলোয়ারদের একজন। কিন্তু সে ডিফেন্ডার নয়। সুতরাং আমরা চেষ্টা করেছি”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে