বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:৩৮:৪৬

এমন সূচিতে পাগলও হতাশ হবে: মাশরাফি

এমন সূচিতে পাগলও হতাশ হবে: মাশরাফি

স্পোর্টস ডেস্ক:  এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচ এখনো শেষ হয়নি। কিন্তু এর আগেই সুপার ফোরের ম্যাচের সময়সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। তারা গ্রুপের এক, দুই নম্বর দল ঠিক করে নতুন সূচি প্রকাশ করেছে। আর এতেই ক্ষোভ জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

আর নতুন সেই সূচিতে ভারতের সব খেলা রাখা হয়েছে দুইবাইয়ে। মূলত প্রভাবশালী বোর্ড হিসেবে ভারতের চাওয়া পূরণ করেছে এসিসি। বাংলাদেশকে গ্রুপের রানার্স আপ ধরেই সূচি প্রকাশ করেছে এসিসি। আর নতুন এই সূচির কথা জানতে পেরে হতাশ হয়েছেন মাশরাফি।

তিনি বলেন, ‘সূচি বদল নিয়ে চিন্তা করার সুযোগই পাইনি। তবে অবশ্যই এটা হতাশার। প্রথম থেকেই আমাদের পরিকল্পনায় ছিল যে আমরা যদি শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচে হারাতে পারলে আমরা হয়ত গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে যাব। এরপর গ্রুপ চ্যাম্পিয়ন হলে গ্রুপ ‘এ’ রানার্স আপ দলের সঙ্গে প্রথম ম্যাচ খেলব সুপার ফোরে। কিন্তু আজকে সকাল থেকে জানতে পারছি, আমরা আফগানিস্তানের বিপক্ষে জিতি আর হারি, আমরা ‘বি ২’ হয়ে গেছি। এটা অবশ্যই হতাশার।’

তিনি আরো বলেন, ‘আফগানিস্তানের সঙ্গে ম্যাচটি এখন…অবশ্যই আন্তর্জাতিক ম্যাচের মূল্য আছে। কিন্তু গ্রুপ ম্যাচ বলেন বা যাই বলেন, একটা নিয়ম থাকে টুর্নামেন্টের। সেই নিয়মের বাইরে চলে যাচ্ছি আমরা। এটাই হতাশার।’

নতুন এই সূচির খবর শুনে হতবাক বাংলাদেশ দল। দলের প্রতিক্রিয়ার কথা জানাতে গিয়ে মাশরাফি বলেন, ‘আমার মনে হয় না কেউ ভালোভাবে প্রতিক্রিয়া দেবে। এমনকি একজন পাগলও এটা ভালোভাবে প্রতিক্রিয়া দেবে না। আন্তর্জাতিক টুর্নামেন্টে গ্রুপ স্টেজের আগের দিন শুনছেন যে আপনি গ্রুপে দ্বিতীয়। হয়ত প্রকাশ না করলেও এই সিদ্ধান্তে প্রতিক্রিয়া স্বাভাবিক ভালো হওয়ার কথা না।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে