বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:৪৮:১৯

'আমাদের তো আর ২৪ জন প্লেয়ার নেই যে একাদশ পুরো বদল করে নামাব'

'আমাদের তো আর ২৪ জন প্লেয়ার নেই যে একাদশ পুরো বদল করে নামাব'

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচ এখনো শেষ হয়নি। কিন্তু এর আগেই সুপার ফোরের ম্যাচের সময়সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। তারা গ্রুপের এক, দুই নম্বর দল ঠিক করে নতুন সূচি প্রকাশ করেছে।

আর সেই সূচি অনুসারে পরপর দুইদিন খেলতে হবে বাংলাদেশকে। আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে এবং এর পরের দিন সুপার ফোরে ভারতের বিপক্ষে।

আর এমন সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মাশরাফি। এ প্রসঙ্গে তিনি বলেন আমরা পর পর ম্যাচ খেলছি কখন। যখন আপনারা মূল ম্যাচে এসে এই গরমে পর পর ম্যাচ খেলছি।

যে ম্যাচের সবচেয়ে মূল্য আছে (সুপার ফোরের ম্যাচ)। সেখানে আমরা পর পর ম্যাচ খেলছি। আমাদের ত ২৪ জন প্লেয়ার নাই একাদশ পুরো বদল করে নামাবো। তিনি আরো বলেন ২০ তারিখে খেলা এবং সুপার ফোরের প্রথম ম্যাচটাও ২১ তারিখে খেলা।

যেমন ধরেন কাল যদি পরে ফিল্ডিং করি এবং এরপরের ম্যাচে প্রথমে ফিল্ডিং করি। তাহলে আমাদের ১০ ঘণ্টাও রিকোভারির টাইম নাই। আর সোয়েটিং রিকোভারি করতে ২৪ থেকে ৪৮ ঘণ্টাও লাগে।

মাশরাফি আরো বলেন এটা বলব না যে অজুহাত। তারপরও ভাবছিলাম গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হলে দেখা যাক কোন প্রতিপক্ষকে পাই। এই হিসাব-নিকাশের আর কোন সুযোগ নাই। সব কিছু থেকেই খারাপ জিনিসটাই আমাদের দিকে এসেছে। আসলে এই সিদ্ধান্তটা মানসিকভাবে কতটা প্রভাব ফেলছে এটা নিয়েই আমাদের কাজ করতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে