বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:৪১:৩৭

ভারতের সুবিধার্থে বাংলাদেশকে গ্রুপ রানার্স আপ ধরে নিয়েছে এসিসি !

ভারতের সুবিধার্থে বাংলাদেশকে গ্রুপ রানার্স আপ ধরে নিয়েছে এসিসি !

স্পোর্টস ডেস্ক: দুবাইয়ে আগামীকাল বৃহস্পতিবার গ্রুপ চ্যাম্পিয়নের লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। কিন্তু তার আগেই সুপার ফোরের নতুন সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। বাংলাদেশকে গ্রুপের রানার্স আপ হিসেবে ধরে করা এই সূচিতে ‘আয়োজক’ ভারতকে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

হংকংয়ের বিপক্ষে ভারতের জয়ের পর সুপার ফোরের পরিবর্তিত সূচি অনুযায়ী ভারত বাকি সব ম্যাচই দুবাইয়ে খেলবে। তাতে দুই গ্রুপের বাকি দলগুলোর অবস্থান যাই হোক না কেন। শুধু তাই না, এসিসি ধরে নিয়েছে বাংলাদেশ তাদের গ্রুপের রানার্স আপ হবে আর আফগানিস্তান হবে গ্রুপ চ্যাম্পিয়ন!

অথচ দুই দলই শ্রীলঙ্কাকে হারিয়েছে, আর বাংলাদেশের নেট রান রেট আফগানিস্তানের চেয়ে বেশি। অর্থাৎ, সূচি তৈরির আগেই এগিয়ে আছে বাংলাদেশ। আর জিতলে তো কথাই নেই। অন্যদিকে ভারত ও পাকিস্তানের গ্রুপ পর্যায়ের শেষ খেলা মাঠে গড়াবে আজ (১৯ সেপ্টেম্বর)। ফলে এখানেও গ্রুপ পর্বের ম্যাচ শেষ হওয়ার আগেই ভারতকে গ্রুপের চ্যাম্পিয়ন ধরে নিচ্ছে এসিসি।

নতুন সূচি অনুযায়ী, ভারত এবং পাকিস্তান আগামী শুক্রবার (২১ সেপ্টেম্বর) সুপার ফোরের ম্যাচে বাংলাদেশ ও আফগানিস্তানের মুখোমুখি হবে। শুরুতে সূচি ছিল এমন- গ্রুপ ‘এ’র চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘বি’ রানার্স আপ দল দুবাইয়ে এবং গ্রুপ ‘এ’র রানার্স আপ বনাম গ্রুপ ‘বি’র চ্যাম্পিয়ন দল আবুধাবিতে খেলবে।

বাংলাদেশকে বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) আবুধাবিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলেই শুক্রবার (২১ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে খেলার জন্য দুবাইয়ে হাজির হতে হবে। তারপর আবার রোববার (২৩ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে আবুধাবিতে যেতে হবে মাশরাফিদের। তবে কিছুটা সুবিধাও হয়েছে। কারণ, নতুন সূচিতে আবুধাবিতে ভ্রমণ একদিন কমেছে বাংলাদেশের। আগের সূচিতে গ্রুপ চ্যাম্পিয়ন হলে চারদিনে তিন ম্যাচ খেলতে হবে মাশরাফিদের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে