বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ১১:২১:৩৪

'এত তাড়াহুড়ার কিছু ছিল না'

'এত তাড়াহুড়ার কিছু ছিল না'

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচ এখনো শেষ হয়নি। কিন্তু এর আগেই সুপার ফোরের ম্যাচের সময়সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। তারা গ্রুপের এক, দুই নম্বর দল ঠিক করে নতুন সূচি প্রকাশ করেছে। আর সেই সূচিতে বৃহস্পতিবার ও শুক্রবার পরপর দুই ম্যাচ খেলতে হবে মাশরাফী-সাকিবদের।

এরই মধ্যে এই সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। অবশেষে এই সূচি নিয়ে মুখ খুললেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। একরকম বিস্ময় প্রকাশ করে তিনি জানান, এশিয়া কাপ আয়োজন নিয়ে এত তাড়াহুড়ার কিছু ছিল না।

তিনি বলেন, ‘গতকাল ভারত খেলে আজ আবার খেলছে। সবারই মনে হয় পরপর ম্যাচ পড়ছে একবার করে। সেটা বোধহয় আগে থেকেই জানা। তবে সেটি নিয়মতান্ত্রিকভাবে হওয়া উচিত ছিল। ব্যাক টু ব্যাক ম্যাচ খেলা খুব কঠিন। শীত প্রধান দেশ হলে কোনো সমস্যা ছিল না। কিন্তু দুবাইয়ের মতো এত গরম জায়গায় খুবই ঝুঁকির।’

তিনি আরো বলেন, ‘যেকোনো সময় কেউ ডিহাইড্রেড হয়ে যেতে পারে। ক্র্যাম্প হতে পারে। আমার মনে হয় ওখানে ব্যাক টু ব্যাক খেলানো উচিত ছিল না। সময় নিয়ে টুর্নামেন্টটা করা উচিত ছিল। মিনিমাম একটা দিন রেস্ট ডে থাকা উচিত ছিল। জানি না কেন তারা এটা করেছে। ওখানকার সাড়ে তিনটায় খেলা মানে পুরোপুরি ভরদুপুর!’

একইসঙ্গে ক্রিকেটারদের বাড়তি সর্তক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ মুহূর্তে খেলতে তো হবেই। মেনে তো নিতেই হবে। খেলোয়াড়দের পানি বেশি খাওয়া দরকার, যেন শরীর ডিহাইড্রেড না হয়। সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের মেডিকেল টিমকে সচেতন থাকতে হবে। খেলোয়াড়দের উচিত হবে কোনো সমস্যা থাকলে সঙ্গে সঙ্গে ফিজিওকে জানানো।’ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে