বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৪৪:৩৫

হঠাৎ করেই পদত্যাগ করেন আফগান ক্রিকেট বোর্ড প্রধান আতিফ মাশাল

হঠাৎ করেই পদত্যাগ করেন আফগান ক্রিকেট বোর্ড প্রধান আতিফ মাশাল

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট বিশ্বের নতুন চমকের নাম আফগানিস্তান। কয়েক বছরে তাদের পারফরম্যান্স নজর কেড়েছে ক্রিকেট জগতের। এশিয়া কাপের ১৪তম আসরেও দারুণ ছন্দে আছে আফগান ক্রিকেটাররা। পাঁচবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়ে এরই মধ্যে সেরা চারে পৌঁছে গেছে তারা। তবে দলের এমন ভালো সময়ে হঠাৎ করেই পদত্যাগ করেন আফগান ক্রিকেট বোর্ড (এসিবি) প্রধান আতিফ মাশাল।

তবে হঠাৎ কী কারণে তার এই পদত্যাগ- এ নিয়ে ওঠা প্রশ্নের জবাব দিয়েছেন আতিফ। তিনি জানান, সরকারের অন্য একটি বিশেষ পদে তাকে নিয়োগ দেওয়ার কারণেই বোর্ডের দায়িত্ব থেকে অব্যাহতি। তার পরিবর্তে এসিবির দায়িত্ব নেবেন আফগান বোর্ডের সাবেক সহ সভাপতি আজিজ উল্লাহ ফজলে।  

২০১৭ সালের জানুয়ারিতে পাঁচ বছরের জন্য আতিফকে বোর্ড প্রধান নির্বাচন করা হলেও দায়িত্বের আড়াই বছরের মাথায় দায়িত্ব থেকে অব্যাহতি দিলেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে