বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৫৪:০৩

সালমান খানকেই বেছে নিলেন তামিম ইকবাল

সালমান খানকেই বেছে নিলেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বীরের পরিচয় দিয়েছেন তামিম ইকবাল। এসব বিষয়ে তামিমকেই প্রখ্যাত ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো প্রশ্ন করেছিল, যদি তামিমকে নিয়ে কোনো সিনেমা বানানো হতো তাহলে তামিমের ভূমিকায় কাকে দেখতে চাইতেন? তামিম একটু চিন্তা করে নিলেন। তারপর বললেন, ‘সালমান খান।’

২৫টি প্রশ্ন করা হয় তামিমকে। বেশ মজার প্রশ্নগুলোর উত্তর মজা করেই দিয়েছেন তামিম।

*চট্টগ্রামে দুপুরের খাওয়ার জন্য প্রিয় জায়গা কোথায়? তামিম এক কথায় বলেন, ‘দম ফুঁক।’ এটি অবশ্য তাঁরই ভাই সাবেক ক্রিকেটার নাফিস ইকবালের রেস্তোরাঁ।

*ড্রেসিংরুমকে স্বস্তিদায়ক করতে কী যুক্ত করা যায়? তামিম বলেন, ‘মিউজিক।’

*খুব মজাদার খাবার কোনটা যা তিনি রান্না করতে পারেন? তামিম বলেন, ‘স্মুদিস।’

*কোন ধরনের ব্যায়ামটা করতে ভালো লাগে না? তামিম বলেন, ‘ওয়ার্ম আপ করতে ঘৃণা করি।’

*কোন বাংলাদেশি ক্রিকেটার সবসময় ফোনের দিকে তাকিয়ে থাকে। তামিম কিছুক্ষণ চুপ করে জবাব দিলেন, ‘সবাই।’

*বাংলাদেশে স্ট্রিট ক্রিকেটের নিয়মটা কী? তামিম বলেন, ‘কেবল সোজা ছক্কা। সীমানার বাইরে বল চলে গেলে আউট।’

*কোন বিখ্যাত ব্যক্তির সঙ্গে দেখা করার খুব ইচ্ছে? তামিম বলেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো ও রজার ফেদেরার।’

*টেস্ট ম্যাচে ব্যাটিংয়ের সময় বল মোকাবিলা করার মাঝের সময়টুকুতে কী করেন? তামিম বলেন, ‘এদিক ওদিক তাকাই, যা না করলেও হয়। হয়তো তাকিয়ে কোনো একটা বিল্ডিং খোঁজার চেষ্টা করি। তারপর আবার পরের বলে মনোযোগ দেই।’

*যদি তামিমকে নিয়েএকটা সিনেমা করা হতো তবে নাম ভূমিকায় কাকে দেখতে ভালো লাগবে? তামিম এবারও একটু চিন্তা করলেন। তারপর বলেন, ‘সালমান খান।’

*যে ক্রিকেট ফ্যান নয় তার কাছে কীভাবে ক্রিকেটটা তুলে ধরবেন? তামিম বলেন, ‘আমেরিকায় হলে বেসবলের সাথে তুলনা করতাম এবং তাদের জন্য আরো কঠিন করে তুলে ধরতাম।

*কোন ধরনের আউটে খুব বিরক্ত লাগে? তামিম বলেন, ‘রান আউট।’

*যদি হাতে সুপার পাওয়ার চলে আসে? তামিম বলেন, ‘প্রতি বলে ছয়!’

*ছয় মারার প্রথম নিয়ম কী? তামিম বলেন, ‘আগে শতভাগ নিশ্চিত হওয়া যে এ বলটাকে মারা যায়।’

*সেরা ছক্কা? তামিম বলেন, ‘২০০৭ সালের বিশ্বকাপে জহির খানকে।’

*ছুটি কাটানোর জন্য প্রিয় এলাকা? তামিম এক শব্দে বলে দেন, ‘লন্ডন।’

*ক্যারিয়ার শেষে যে রেকর্ডটা দেখতে চান? তামিম বলেন, ‘বাংলাদেশের হয়ে সব ফরম্যাটে সর্বোচ্চ রান।’

*বাংলাদেশের পর অন্য কোন দেশের বিরিয়ানিটা ভালো? তামিম বলেন, ‘ভারতের।’

*ফোনে সবচেয়ে বেশি কোন অ্যাপটা ব্যবহার করা হয়? তামিম বলেন, ‘হোয়াটস অ্যাপ।’

*ছদ্মবেশে বাইরে যাওয়া হয়েছে? এ ধরনের প্রশ্নে তামিম বলেন, ‘হ্যাঁ। আমাকে এসে বলে আপনি তামিম ইকবাল? আমি বলেছি, না।’

*নদীতে সাঁতার কেটে মাশরাফিকে হারাতে পারবেন? তামিম বলেন, ‘কোনো সুযোগই নেই।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে