বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৪০:৩৩

বাংলাদেশ-আফগানিস্তানের লড়াইয়ে প্রমাণ হবে শক্তির

বাংলাদেশ-আফগানিস্তানের লড়াইয়ে প্রমাণ হবে শক্তির

স্পোর্টস ডেস্ক: আফগানরা অনেক এগিয়েছে। তার বিপরীতে বাংলাদেশ কেমন খেলে সেটা দেখার পালা এবার। এশিয়া কাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি। 

যদিও ম্যাচটি নিছক আনুষ্ঠানিকতা ছাড়া কিছু নয়। কারণ দুই দলই এরই মধ্যে নিশ্চিত করে ফেলেছে সুপার ফোর। তবে বাংলাদেশ-আফগানিস্তানের লড়াইয়ে প্রমাণ হবে শক্তির। প্রিয় পাঠক চলুন জানা যাক, ম্যাচটি কোন চ্যানেলে দেখা যাবে সহ ম্যাচটির সার্বিক দিক।

ম্যাচ : বাংলাদেশ-শ্রীলঙ্কা (এশিয়া কাপ, গ্রুপপর্ব)।
কবে : ২০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার।
কখন : বিকেল ৫.৩০ মিনিট।
কোথায় : দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
খেলা দেখাবে যে চ্যানেল : মাছরাঙা, স্টার স্পোর্টস ওয়ান ও স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান।

দলের খবর :

বাংলাদেশ : শ্রীলঙ্কার বিপক্ষে অসামান্য এক জয় দিয়েই এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। মাশরাফী বিন মোর্ত্তজার দলটি দারুণ খেলছে সম্প্রতি। টুর্নামেন্টের সর্বশেষ ২০১৬ আসরের রানার্স আপ তারা। ২০১২ সালে ওয়ানডে ফরম্যাটেও ঘরের মাঠে ফাইনালে খেলে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ২ রানে হেরে সেবার শিরোপা বিসর্জন দিতে হয়েছিল টাইগারদের। মাশরাফীর নেতৃত্বাধীন দারুণ পেস বোলিং আক্রমণ লাল-সবুজের। প্রথম ম্যাচে ইনজুরির কারণে ছিটকে যাওয়ায় দলে নেই তামিম ইকবাল। এদিকে মুশফিকুর রহীম ও মোস্তাফিজুর রহমানকেও রাখা হচ্ছে বিশ্রামে। ফলে ওয়ানডেতে অভিষেক হতে যাচ্ছে নাজমুল হোসেন শান্ত ও আবু হায়দার রনির। এছাড়া একাদশে থাকতে পারেন মোমিনুল হকও।

আফগানিস্তান : শ্রীলঙ্কাকে হারিয়ে এবারের টুর্নামেন্ট শুরু করেছে আফগানিস্তানও। ক্রিকেট বিশ্বে নিজেদের শক্তি জানান দিতে মরিয়া দলটি ব্যাটে-বলে যথেষ্ট ব্যালেন্সিং। তাদের রয়েছে টি-টুয়েন্টির সেরা স্পিনার রশিদ খান। ব্যাটিংয়ে মোহাম্মদ শাহজাদ, অলরাউন্ডার মোহাম্মদ নবী তো রয়েছেই।

র‌্যাঙ্কিং : আইসিসি’র সর্বশেষ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ৭। অন্যদিকে অন্যদিকে আফগানিস্তান ১০ নম্বরে।

মুখোমুখি লড়াই : এশিয়া কাপে এর আগে একবারই মুখোমুখি হয়েছিল দুই বল। ২০১৪ সালের আসরে অনুষ্ঠিত ওই ম্যাচটি ৩২ রানে জিতে নেয় আফগানিস্তান।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে