শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮, ১০:৩১:০১

এবার হবে ভারত-বাংলাদেশের লড়াই

এবার হবে ভারত-বাংলাদেশের লড়াই

স্পোর্টস ডেস্ক: ভারত-বাংলাদেশের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। বিশেষ করে মেলবোর্নে ২০১৫ বিশ্বকাপের সেই অগ্নিগর্ভ কোয়ার্টার ফাইনালের পর এ দু’দলের লড়াই বাড়তি মাত্রা যোগ করেছে। যে ম্যাচে চরম বিতর্কিত আম্পায়ারিংয়ের বলি হতে হয়েছিল টিম বাংলাদেশকে। এবার হবে ভারত-বাংলাদেশের লড়াই।

কিন্তু দিন যত গড়িয়েছে ততই পরিণত হয়েছে টাইগাররা। এরই মধ্যে বাংলাদেশ সমীহ জাগানো দল হয়ে উঠেছে। ঘোষণা দিয়ে বাংলাদেশকে হারানোর দিন শেষ হয়ে যাওয়ায় ভারতও এখন টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগে চাপে থাকে। পরিসংখ্যান দেখলেই বোঝা যায়, ক্রমেই কমে আসছে দু’দলের ব্যবধান।

সবমিলিয়ে দু’দলের ৩৩ ওয়ানডেতে ভারতের ২৭ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় মাত্র পাঁচটি। কিন্তু এই পাঁচ জয়ের দু'টিই এসেছে শেষ চার ম্যাচে। 

এসব হিসাব মাথায় রেখেই আজ এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে ছয়বারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে 
টিম বাংলাদেশ।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে