শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:১৬:৫৮

বাংলাদেশকে দারুণ এক প্রস্তাব দিল আফগানিস্তান

বাংলাদেশকে দারুণ এক প্রস্তাব দিল আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক: চলছে এশিয়া কাপের ১৪তম আসর। চলতি টুর্নামেন্টে এরই মধ্যে বাংলাদেশের মুখোমুখি হয়েছে আফগানিস্তান। আর সেই ম্যাচে বাংলাদেশকে ১৩৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে আফগানরা। বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত ৬টি ওয়ানডে ম্যাচ খেলেছে আফগানিস্তান। যেখানে দুই দল সমান সংখ্যক জয় পেয়েছে।

তবে সেই ম্যাচগুলোর একটিও আফগানদের মাটিতে অনুষ্ঠিত হয়নি। আর তাইতো এবার আফগানিস্তান ক্রিকেট বোর্ড বিসিবিকে আফগানিস্তান সফরের মতো দারুণ প্রস্তাব দিয়েছে। আফগান ক্রিকেট বোর্ড চাইছে বাংলাদেশ ক্রিকেট দল আফগান সফর করুক। এখন পর্যন্ত আফগানিস্তানে কোন আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি।

আর আফগানদের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ না হওয়ার কারণ ছিল পাকিস্তানে ২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলকে আক্রমন আর এর সঙ্গে তালেবান বাহিনীর আফগানে যুদ্ধে লিপ্ত হওয়া। তবে সেই ধারাবাহিকতা থেকে বেরিয়ে এসে ম্যাচ আয়োজনের কথা চিন্তা করছে আফগান ক্রিকেট বোর্ড। আফগান ক্রিকেট বোর্ড বিসিবিকে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে সফরের আমন্ত্রণ জানিয়েছে বলে জানা গেছে।

তবে এ নিয়ে বিসিবি আফগান ক্রিকেট বোর্ডকে কোন ইতিবাচক তথ্য দেয়নি বলেই জানা যায়। সিডিউলে কোন জায়গা নেই বলেই আফগান ক্রিকেট বোর্ডকে জানিয়েছে বিসিবি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে