শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:৪২:৫৫

ধোনির চালে ধরা খেলেন সাকিব

ধোনির চালে ধরা খেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।। বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায় দুবাইয়ে শুরু হয়।

ব্যাটিংয়ের শুরুতেই ব্যাটং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ দল। দলীয় ১৫ রানের মাথায় লিটন আউট হন ১৬ বল খেলে মাত্র ৭ রান। এরপর ১ রান যোগ করতেই আউট হলেন আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত। এরপর সাকিব-মুশফিক দায়িত্ব নিয়ে ব্যাটং করতে থাকলেও ৪২ রানের মাথায জাদেজার বলে চার মারতে গিয়ে ধাওয়ানে হাতে ধরা পড়েন তিনি।

দল যখন বিপর্যয়ে তখন ভালোই খেলছিলেন মুশফিক-সাকিব। কিন্তু মাত্র ১৭ রানে আউট হয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে সাকিবের আউট হওয়ার পেছনে অন্যতম ভূমিকা রেখেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং উইকেট রক্ষক মহেন্দ্র সিং ধোনি।

মূলত রোহিতের চালে ধরা খেলেন সাকিব। ওই ওভারে পরপর দুটি চার মারেন সাকিব। রবীন্দ্র জাদেজার করা সেই ওভারের দ্বিতীয় বলটি মিড অফ অঞ্চল দিয়ে সীমানার বাইরে পাঠিয়েছিলেন সাকিব। এরপরের বলটি আবারও স্কয়ার লেগ অঞ্চল দিয়ে সুইপ করে মাঠের বাইরে পাঠিয়েছিলেন এই অলরাউন্ডার।

আর তখনি চালটি চালেন অধিনায়ক রোহিত। স্কয়ার লেগে নতুন করে সেখানে একজন ফিল্ডার দাঁড়া করান তিনি। যা সাকিব বুঝতেই পারেন নি। আর এখানেই ভুলটি করেন সাকিব। জাদেজার করা চতুর্থ বলটি সুইপ করতে গিয়ে ধাওয়ানের হাতে স্কয়ার লেগে ধরা পড়েন। এতে বিপর্যয়ে বাংলাদেশকে ফেরে যান সাকিব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে