শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:০৯:১৬

দলের বিপর্যয়ে ব্যাট হাতে জ্বলে উঠলেন মিরাজ

দলের বিপর্যয়ে ব্যাট হাতে জ্বলে উঠলেন মিরাজ

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে আজ বাংলাদেশের বিপক্ষে মাঠে নামে ভারত। বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায় দুবাইয়ে শুরু হয় ম্যাচটি। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ দলের দুই ওপেনার লিটন দাস ও নাজমুল হাসান শান্ত। যাদবকে ক্যাচ দিয়ে ভুবনেশ্বর কুমারের বলে ৭ রান করে ফেরেন লিটন দাস। অন্যদিকে ধাওয়ানের ক্যাচে বোমরাহর বলে ৭ রান করে ফেরেন শান্ত।

এরপর মুশফিক-সাকিবের ব্যাটে হাল ধরে বাংলাদেশ। কিন্তু ১৭ রানে ধাওয়ানের ক্যাচে জাদেজার বলে প্যাভিলিয়নে হাঁটেন সাকিব। এরপর জাদেজার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ৯ রানেই সাঝঘরে ফেরেন মোহাম্মদ মিথুন। মাঠে টিকতে পারলেন না মুশফিকও। চাহালের ক্যাচে জাদেজার বলে ২১ রান করে ফেরেন তিনি।

এরপর মোসাদ্দেককে নিয়ে মাঠে টিকে থাকার লড়াই মাহমুদউল্লাহর। তবে ২৫ রানেই ভুবনেশ্বর কুমারের লেগ বিফোরের ফাঁদে পড়ে সাঝঘরে ফেরেন তিনি। মাহমুদউল্লাহ ফেরার পরপরেই ধোনিকে ক্যাচ দিয়ে জাদেজার বলে আউট হন মোসাদ্দেক। ১২ রান করে ফেরেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৮ রান। ৩৭ রানে ব্যাট করছেন মিরাজ।

বাংলাদেশ একাদশ- লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মিথুন আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মর্তুজা, মেহেদি মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

ভারত একাদশ- রোহিত শর্মা, শিখর ধাওয়ান, আম্বাতি রায়ডু, দিনেশ কার্তিক, ধোনি, কেদার জাদব, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদিপ যাদব, জাসপ্রিত বুমরাহ, ইউজভেন্দ্র চাহাল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে