শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:১৩:৫৪

মাহমুদউল্লাহ'র প্রতি আম্পায়ের এমন অবিচার!

 মাহমুদউল্লাহ'র প্রতি আম্পায়ের এমন অবিচার!

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।। ব্যাটিংয়ের শুরুতেই ব্যাটং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ দল। দলীয় ১৫ রানের মাথায় লিটন আউট হন ১৬ বল খেলে মাত্র ৭ রান।

এরপর ১ রান যোগ করতেই আউট হলেন আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত। এরপর সাকিব-মুশফিক দায়িত্ব নিয়ে ব্যাটং করতে থাকলেও ৪২ রানের মাথায জাদেজার বলে চার মারতে গিয়ে ধাওয়ানে হাতে ধরা পড়েন তিনি।

দল যখন বিপর্যয়ে তখন ভালোই খেলছিলেন মুশফিক-সাকিব। কিন্তু মাত্র ১৭ রানে আউট হয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে সাকিবের আউট হওয়ার পেছনে অন্যতম ভূমিকা রেখেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং উইকেট রক্ষক মহেন্দ্র সিং ধোনি।

এদিকে বাংলাদেশের ইনিংসের ১৬ তম ওভারে জাদেজার করা চতুর্থ বলে মোহম্মদ মিথুনের প্যাড-ব্যাটে বল লাগার কারণে আবেদন করে। আর আম্পায়ার আউট দেন। সাথে সাথে রিভিউ নেন মিথুন। টিভি রিপ্লেতে দেখা যায় বলটি খুব ক্লোজ ছিল। তবে বারবার দেখার পর ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত আউট হন মিথুন।

এরপর মাত্র ৫ রান যোগ করেই আউট হন মুশফিক। প্রথম ম্যাচ সেঞ্চুরি করা মুশফিক মাত্র ২১ রান করেছেন। মুশফিক আউট হলে মোসাদ্দেক-মাহমুদউল্লাহ ভালোই খেলছিলেন।  মাহমুদউল্লাহ'র প্রতি আম্পায়ের এমন অবিচার! ৩২.৫ ওভারের বলটিতে আম্পায়ারে ভুল সিদ্ধান্তে আউট হন মাহমুদউল্লাহ। ভুবনেশ্বর কুমারের সেই বলটি প্রথমে ব্যাটে আঘাত হানে। পড়ে প্যাড লাগে। এরপর ভারত আবেদন করলে তাকে আউট দেন আম্পায়ার। রিভিউ না থাকায় রিভিউ নিতে পারেননি তিনি। ফলে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে