শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:৪৮:০৪

পাকিস্তানের বিপক্ষেও কী আজকে জিতে যাবে আফগানিস্তান? জানুন সর্বশেষ পরিস্থিতি

 পাকিস্তানের বিপক্ষেও কী আজকে জিতে যাবে আফগানিস্তান? জানুন সর্বশেষ পরিস্থিতি

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষেও কী আজকে জিতে যাবে আফগানিস্তান? এশিয়া কাপের সুপার ফোরে দিনে অন্য খেলায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে আফগানিস্তান। বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায় ম্যাচটি শুরু হয়। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক আসগর আফগান।

ব্যাটিং নিয়ে শুরুটা ভালো করেছে আফগানিস্তান। তবে দলীয় ২৬ রানে মাথায় দ্বিতীয় উইকেটের পতন ঘটে। এরপর ৩১ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে।

তবে ৩১ রানে ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে ৬২ রানে অবিচ্ছিন্ন রহমত-শেহজাদ। কিন্তু ওপেনিংয়ে নামা শেহজাদ ১০.১ বলের মাথায় নাওয়াজের বলে সরফরাজ আহমেদ কট দিয়ে ফিরে যান। ৩১ বলে ২০ রান করেন তিনি।

৯৪ রানে মাথায় তৃতীয় উইকেট পড়লে এরপর উইকেটে আঠার মত লেগে আছেন হাসমতউল্লাহ শহীদি ও আসঘর আফগান। ৮৬ বল ৫০ রান করে আরেকটি মাইফল স্পর্শ করলেন হাসমতউল্লাহ। এরপর অধিনায়ক আসঘর। তিনিও তুলে নিলেন হাফসেঞ্চুরি। ৪৫ বল ৫০ রান করেন তিনি। ৫৬ বলে ৬৭ রান করে আউট হন তিনি। তিনি ৫ টি ছয় ও ২ চার মারেন।

এরপর নবী ক্রিজে এসে মাত্র ৭ রান যোগ করে আউট হন তিনি। এরপর নাজিবুল্লাহ জাদরান ৫ রান করে আউট হন। হাসমতউল্লাহ শহীদি ও গুলবাদিন নাইব সপ্তম জুটিতে দলকে ৫০ ওভার পর্যন্তা টেনে নিয়ে যান। নিজে প্রথম সেঞ্চুরি তুলে নিতে পারলেন না হাসমতউল্লাহ। ১১৮ বলে ৯৭ রান করেন তিনি। গুলবাদিন নাইব করেন ৭ বলে ১০ রান। ৫০ ওভার শেষে ২৫৭ করে আফগানিস্তান। পাকিস্তানকে ২৫৮ রানে টার্গেট দেয় আফগানিস্তান।

পাকিস্তানের মোহম্মদ নেওয়াজ ১০ ওভারে ৫৭ রান দিয়ে ৩ উইকেট, অভিষিক্ত শাহীন শাহ আফ্রিদি ১০ ওভার বল করে নিয়েছে ২ উইকেট। হাসান আলি ১ উইকেট পান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে