শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৮, ১০:০০:৪০

‘আমি কিছু বলতে চাই না, আমি শুধু খেলা দেখি’-খালেদ মাসুদ পাইলট

‘আমি কিছু বলতে চাই না, আমি শুধু খেলা দেখি’-খালেদ মাসুদ পাইলট

স্পোর্টস ডেস্কঃ টিম বাংলাদেশ এশিয়া কাপে গ্রুপ পর্বে আফগান আর সুপারফোরে ভারতের বিপক্ষে চরম ভাবে ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে। বিশ^ ক্রিকেট বটেই ঘরের ভেতরে সমালোচনার ঝড় বয়ে চলেছে টাইগারদের পারফর্মেন্স নিয়ে। আর দল নির্বাচন নিয়ে তো সমালোচনা বহু দিনের।

এবার সেই সমালোচনায় বাতাসের তোড়টা আরো বেশি মাত্রায় আঘাত করেছে। অনেক সাবেক অধিনায়কও দল নির্বাচন নিয়ে ক্ষোভের কারণে মুখ খুলছেন না।

প্রশ্ন উঠেছে লিটন কুমার দাস, নাজমুল হাসান শান্ত আর মোসাদ্দেক হোসেন সৈকত কি আশরাফুল, শাহরিয়ার নাফীস আর ইমরুলে কায়েসের চেয়ে বড় ব্যাটসম্যান?

প্রায়ই নির্বাচক হাবিবুল বাশার বলে থাকেন আশরাফুল, শাহরিয়ার নাফীস আর ইমরুলের জন্য দলে জায়গা কোথায়? এরা পারফর্ম করতে পারছে না।

যে কারণে এশিয়া কাপে লিটন, শান্ত আর সৈকতের পারফর্মেন্স দেখে ক্রিকেট বোদ্ধাদের জানতে ইচ্ছে করবে ‘এরা কি তিন তারকার চেয়ে বেশি কিছু করতে পারবে না পারছে?’ এই প্রশ্নটি করা হলো সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের কাছে। কিন্তু তিনি বেজায় ক্ষোভ নিয়ে প্রসঙ্গটি এড়িয়ে গেলেন।

শুধু বললেন, ‘আমি কিছু বলতে চাই না। আমি তো আপনার মতোই খেলা দেখি, আমি তো দর্শক। আমি এদের নিয়ে কোন কথা বলতে পারব না। আর তাছাড়া যারা নির্বাচক হিসেবে মাস শেষে পেমেন্ট নিচ্ছে তারাই তো এর জবাবটা ভাল জানে।’

তাহলে কি ধওে নেয়া যেতে পাওে আপনি সাবেক অধিনায়ক হিসেবে দায় এড়িয়ে যাচ্ছেন? জবাবে পাইলট বলেন, ‘দেখুন বিষয়টি এ রকম নয়। আমি আসলে জাতীয় দল নিয়ে কিছু বলতে চাই না। আমি আমার মুখ বন্ধ রেখেছি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে