শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৮, ১০:০২:৫৩

সাকিবের চেয়ে মাশরাফির সুযোগ বেশি

সাকিবের চেয়ে মাশরাফির সুযোগ বেশি

স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপের সুপরফোরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৭ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। তবে হারের মাঝেও সান্তনা ছিল। মাশরাফি পর এবার সাকিব রেকর্ডের সামনে দাঁড়িয়ে। তবে সাকিবের চেয়ে মাশরাফির সুযোগটা যেন একটু বেশিই। মাশরাফি ১৯১ ওডিআই ম্যাচে ২৪৮ উইকেটের মালিক বনে গেছেন। আর ২ উইকেট হলেই বিশ^ ক্রিকেটের ২৫০ পূর্ন করা ২২তম বোলার হবেন মাশরাফির। 

আফগানদের বিপক্ষে মাঠে নামার আগে ১৯০টি ওডিআই খেলা সাকিবের ক্যারিয়ারে বল হাতে উইকেট শিকার করেছেন মোট ২৪২টি আর আরো একটি উইকেট পকেটে জমা করলে বেড়ে দাঁড়ায় ২৪৩। হিসেব অনুয়ায়ী সাকিবও ২৫০ উইকেট শিকারীদের ক্লাবে সদস্য হতে আর মাত্র ৭ উইকেট দূরে। এই রেকর্ড থেকে মাত্র ২ উইকেটে দূরে আছেন অধিনায়ক মাশরাফি।

এবারের এশিয়া কাপের সুপারফোরের ম্যাচ গুলোতে এই দুই তারকারই ২৫০ উইকেটের ক্লাবের সদস্য হবার সুযোগ আছে। গতকালের ভারতের বিপক্ষে ম্যাচে অলরাইন্ডার সাকিব আল হাসান এক উইকেট নিয়ে রেকর্ড গড়ার দৌড়ে এগিয়ে গেলেন। কারণ সাকিবের এক উইকেট যোগ হওয়াতে উইকেট শিকারের সংখ্যা বেড়ে গেছে (২৪৩)। আফগানদের বিপক্ষে ম্যাচে সাকিব ৪ উইকেট নিয়ে টপকে গেছেন সাবেক গুরু গ্রেট হিথ স্ট্রিককে। গ্রেট হিথ স্ট্রিকের উইকেট ২৩৯টি।

সুপারফোরের শেষ দুই ম্যাচে যদি সাকিব ৭ উইকেটে জমা করতে নাও পারেন মাশরাফির ‘২৫০’ ক্লাবের সদস্য হবার সম্ভাবনা খুবই বেশি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে