শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৩৭:৩৩

এক মাসের জন্য মাঠের বাইরে কস্তা

এক মাসের জন্য মাঠের বাইরে কস্তা

স্পোর্টস ডেস্ক: দলে থাকতে পারছেন না। ইনজুরির কারণে প্রায় একমাসের জন্য মাঠে বাহিরে চলে যেতে হচ্ছে জুভেন্টাসের উইঙ্গার ডগলাস কস্তা। গেল বুধবার চ্যাম্পিয়ন্স লিগে বুধবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে গোড়ালি ও থাইয়ের ইনজুরিতে পড়েন এই ব্রাজিল তারকা।

ভ্যালেন্সিয়ার বিপক্ষে তিনি দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন কস্তা। ম্যাচের শেষ দিকে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন। পরবর্তীতে পরীক্ষার পর জুভেন্টাসের পক্ষ থেকে গোড়ালি ও ডান থাইয়ের ইনজুরির বিষয়টি জানানো হয়।

এইদিকে ইনজুরির জন্য ছিটকে গেছেন ব্রাজিল জাতীয় দল থেকেও। আগামী মাসে আর্জেন্টিনা এবং সৌদি আরাবের সঙ্ড়ে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই ম্যাচের জন্য কস্তাকে ছাড়াই ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে।

তবে কস্তাকে বাদ দেওয়া বড় কারণ শুধু চোট নয়। সাসোলো ফরোয়ার্ড ফেডেরিকো ডি ফ্রান্সেসকোর গায়ে রবিবারের ম্যাচে থুতু দেবার অপরাধে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।

সেই ম্যাচে থুতু দেওয়ার ফলে লাল কার্ডও দেখেন এই তারকা। যার জন্য সিরি-আ লিগে জুভেন্টাসের পরবর্তী ম্যাচে খেলছেন না ব্রাজিলিয়ান।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে