শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:০০:৫৩

দেশের ক্রিকেটে ফিরেই সেঞ্চুরি হাঁকালেন ওয়ার্নার

দেশের ক্রিকেটে ফিরেই সেঞ্চুরি হাঁকালেন ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক: গত মার্চে কেপটাউন টেস্টে বল টেম্পারিং করে আন্তর্জাতিক ও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ রয়েছেন স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। তবে ক্রিকেট অনুশীলন চালিয়ে নেয়ার জন্য সম্প্রতি তাদেরকে অনুমতি দেয়া হয়েছে নর্থ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিকেটে খেলার। দেশের ক্রিকেটে ফিরেই সেঞ্চুরি হাঁকালেন ওয়ার্নার। 

আর সেই সুযোগটাই দারুণভাবে কাজে লাগিয়েছেন অস্ট্রেলিয়ান সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা এ দুই ক্রিকেটার। নর্থ সাউথ ওয়েলস প্রিমিয়ার ক্রিকেটের মাধ্যমে প্রায় ছয় মাস দেশের মাটিতে ক্রিকেট খেলার সুযোগ পেয়েছেন এ দুজন। ছয় মাস পরে প্রথমবারের মতো খেলতে নেমেই অসাধারণ সেঞ্চুরি হাঁকিয়েছেন ডেভিড ওয়ার্নার, স্মিথ খেলেছেন ৮৫ রানের ঝকঝকে ইনিংস।

গ্লেন ম্যাকগ্রা ওভাল স্টেডিয়ামে স্মিথের ফেরার ম্যাচ দেখতে উপস্থিত ছিলো প্রায় হাজারখানেক দর্শক। এ দর্শকদের সামনে সাদারল্যান্ডের হয়ে খেলতে নামেন স্মিথ। টসে হেরে ব্যাট করতে নামে তার দল। তিন নম্বরে নেমে উইকেটে ১৫৩ মিনিট সময় কাটান স্মিথ।

এ সময়ে ৬ চার ও ১টি ছক্কার মারে মাত্র ৯২ বল খেলে ৮৫ রান করেন তিনি। তবে দলের বাকিদের ব্যর্থতায় দলের সংগ্রহ থামে ২৩৮ রানে। যা কিনা ৪ বল ও তিন উইকেট হাতে রেখেই করে ফেলে প্রতিপক্ষ দল মোসমান। দেশে ফিরে প্রথম ম্যাচে রান পেলেও জয়বঞ্চিত থাকেন স্মিথ।

অন্যদিকে সেঞ্চুরির পাশাপাশি জয় নিয়েই মাঠ ছেড়েছেন ডেভিড ওয়ার্নার। মূলত ওয়ার্নারের অপরাজিত শতকেই বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতার পরেও ৪ উইকেটের জয় পেয়েছে ওয়ার্নারের দল র‍্যান্ডউইক পিটারসহাম। ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৭ রান করে সেন্ট জর্জ। একটি ক্যাচ ধরেন ওয়ার্নার।

রান তাড়া করতে নেমে নিজ দলের পুরো ইনিংসটা যেনো একাই আগলে রাখেন ওয়ার্নার। শুরু থেকে খেলেন একদম শেষ পর্যন্ত। ২২৫ মিনিট সময়ে মোকাবিলা করেন ১৫২টি বল। ১৩ চার ও ২ ছক্কার মারে তার ব্যাট থেকে আসে অপরাজিত ১৫৫ রানের ইনিংস। দলকে জয়ের বন্দরে নিয়েই মাঠ ছাড়েন ওয়ার্নার।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে