শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:০২:১১

এক ইনিংসে ওয়ানডে ক্রিকেটে ২০০ রান করেছেন যারা

 এক ইনিংসে ওয়ানডে ক্রিকেটে ২০০ রান করেছেন যারা

স্পোর্টস ডেস্ক: এক ইনিংসে ওয়ানডে ক্রিকেটে ২০০ রান করেছেন যারা তাদের নামের তালিকা। শচীন টেন্ডুলকার : একদিনের ক্রিকেটে প্রথম ২০০ রান করেন শচীন টেন্ডুলকার। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গোয়ালিয়রে অপরাজিত ২০০ রান করেন মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার।
 
বীরেন্দ্র সেওয়াগ : দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে দ্বিশতরান করেন সেওয়াগ। ২০১১ সালে ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২১৯ রান করকেন বীরেন্দ্র।
 
রোহিত শর্মা : তৃতীয় ক্রিকেটার তথা তৃতীয় ভারতীয় হিসেবে একদিনের ক্রিকেটে দ্বিশতরান করেন রোহিত শর্মা। ২০১৩ সালে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯ রান করেন হিটম্যান।
 
রোহিত শর্মা : ২০১৪ সালে ক্যারিয়ারের দ্বিতীয় দ্বিশতরানটি করেন রোহিত শর্মা। ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬৪ রান করেন রোহিত।
 
ক্রিস গেইল : ২০১৫ সালে একদিনের ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেন ‘ক্যারিবিয়ান সুপারম্যান’ ক্রিস গেইল। ক্যানবেরায় জিম্বাবুয়ের বিরুদ্ধে ২১৫ রান করেন গেইল।
 
মার্টিন গাপ্টিল : একদিনের ক্রিকেটে দ্বিশতরানের তালিকায় এবার ঢুকে পড়লেন মার্টিন গাপ্টিল। ২০১৫ সালে ওয়েলিংটনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৩৭ রানে অপরাজিত থাকেন গাপ্টিল।
 
রোহিত শর্মা : একদিনের ক্রিকেটে তৃতীয় ডাবল সেঞ্চুরির নজির গড়েন রোহিত শর্মা। ২০১৭ সালে মোহালিতে ফের শ্রীলঙ্কার বিরুদ্ধেই ২০৮ রানে অপরাজিত থাকেন রোহিত।
 
ফাকার জামান : একদিনের ক্রিকেটে অষ্টম দ্বিশতরানটি করেন পাকিস্তানের ফাকার জামান। ২০১৮ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম পাক ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করেন। ২১০ রানে অপরাজিত থাকেন জামান।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে