রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:২৩:০৭

২-০ গোলে শক্তিশালী ভিয়েতনামকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

  ২-০ গোলে শক্তিশালী ভিয়েতনামকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: আজ কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ আজ মুখোমুখি শক্তিশালী ভিয়েতনামের।

ভিয়েতনামের ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া, ইরান, লাওস ও মায়ানমারের সঙ্গে দ্বিতীয় রাউন্ডে নাম লিখিয়েছে বাংলাদেশ। আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ হবে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ড।

ভিয়েতনাম এই ম্যাচে হেরে গেলেও সেরা রানার্স-আপ হিসেবে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ রয়েছে তাদের সামনে। সেক্ষেত্রে তাদেরকে সেরা দুই রানার্স-আপ দলের মধ্যে থাকতে হবে।

এএফসির বাছাইপর্বের ‘এফ’ গ্রুপের ফেবারিট ছিল বাংলাদেশ। সেটা যেমন ঘরের মাঠে খেলা বলে, তেমনি র‌্যাঙ্কিংয়েও। কিন্তু বাংলাদেশের জন্য কঠিন প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় ভিয়েতনাম।

বাংলাদেশের সমান জয় সমান পয়েন্ট এমনকী সমান গোল ব্যবধান নিয়ে এই গ্রুপে চ্যালেঞ্জের মুখে ঠেলে দেয় মারিয়া-শামসুন্নাহারদের। তাই রোববার ভিয়েতনামের বিপক্ষে এই গ্রুপে বাংলাদেশের শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নেয়।

বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেও রোববার পাত্তা পায়নি ভুটানের মেয়েরা। বাংলাদেশের আক্রমণাত্মক ফুটবলের মুখে শুরুতেই ভড়কে যায় তারা। ভিয়েতনামের উপর প্রভাব বিস্তার করে খেলে ২-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ্র মেয়েরা।

এদিকে টানা তিন ম্যাচ জিতে গ্রুপসেরার লড়াইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ। তিন ম্যাচে ২৫ গোল করেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। সমান পয়েন্ট ভিয়েতনামেরও। দু দলের সমান গোলও। আজকের ম্যাচটি তাই অঘোষিত ফাইনাল দু দলের জন্য।

এবারের আসরের শুরুতেই গ্রুপের একমাত্র শক্ত প্রতিপক্ষ হিসেবে ভিয়েতনামকে মেনে নিয়েছে বাংলাদেশ। মাঠের লড়াইয়ে তার প্রতিফলন হয়েছে। বাংলাদেশ আরব আমিরাতকে সাত গোল দিয়েছে। ভিয়েতনামও সমান গোলে হারিয়েছে লেবাননকে।

গত শুক্রবার গ্রুপপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিকরা আরব আমিরাতকে আট গোল দিলে আজ কিছুটা নির্ভার হয়ে ভিয়েতনামের বিরুদ্ধে মাঠে নামতে পারত। কারণ গোল ব্যবধানে এগিয়ে থাকলে এক পয়েন্ট হলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আগামী বছর থাইল্যান্ডে খেলা নিশ্চিত হয়ে যেত।

কিন্তু এখন মূলপর্বে খেলতে হলে জয়ের বিকল্প নেই মারিয়া-আঁখিদের সামনে। এমন কঠিন সমীকরণের ম্যাচে মাঠে নামার আগে চাপ নিতে নারাজ কোচ ছোটন। শিষ্যদের নির্ভার থেকে মাঠে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলার পরামর্শ দিয়েছেন তিনি।

ছোটনের কথায় ভিয়েতনাম শক্তিশালী প্রতিপক্ষ। মেয়েদের নির্ভার থেকে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলার পরামর্শ দিয়েছি। সুযোগ পেলে কাজে লাগাবে তারা। আশা করি আমরা ভালো রেজাল্ট করতে পারব। অবশেষে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই মাঠ ছাড়ল বাংলাদেশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে