রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ১১:২৮:২৬

মুশফিকের আউটের ব্যাপারে যা বলা আছে আইসিসিতে

মুশফিকের আউটের ব্যাপারে যা বলা আছে আইসিসিতে

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের বাচা-মরার ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। সেই ম্যাচে প্রথমে ধুঁকতে থাকলেও শেষের দিকে ইমরুল-মাহমুদুল্লাহর ব্যাটিং আফগানিস্তানকে ২৫০ রানের টার্গেট দেয় বাংলাদেশ দল।

এই ম্যাচে বিতর্ক সৃষ্টি হয় মুশফিকের আউট নিয়ে। এরপর ইমরুল কায়েসের ভুল কলে সাড়া দিতে গিয়ে রান আউটের শিকার হন মুশফিকুর রহিম। কিন্তু আসলেই মুশফিক আউট হয়েছে কিনা তা নিয়ে রয়েছে বিতর্ক। রিভিউতে স্পষ্ট দেখা যাচ্ছে রশিদ খানের হাত স্ট্যাম্পে আঘাত হানার আগেই স্ট্যাম্প ভেঙে যায়।

এই নিয়ে প্রতিবেদনও দেওয়া আছে আইসিসিতে। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী খেলোয়াড়ের হাতে যদি বল থাকে, তাহলে খেলোয়াড়ের কনুউ পর্যন্ত হাতকে গোনা হবে। এই ম্যাচে রশিদের হাতের কনুইতে লেগে আগেই স্ট্যাম্প ভেঙ্গে যায়। আর তা নিয়েই সৃষ্টি হয়েছে বিতর্কের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে