সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ০২:১১:২৯

ম্যান অব দ্য ম্যাচ মাহমুদউল্লাহ

ম্যান অব দ্য ম্যাচ মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক: আজকের এই ম্যাচে জিততে হলে শেষ ওভারে আফগানিস্তানের দরকার ছিল ৮ রান। হাতে চার উইকেট আর স্বীকৃত ব্যাটসম্যান থাকায় কাজটা কঠিন ছিল না তাদের। মোস্তাফিজের প্রথম বলে দুই রান, পরের বলেই নিলেন রশিদ খানের উইকেট। তৃতীয় বলে লেগ বাই থেকে এক রান, চতুর্থ বল কাটারে পরাস্ত গুলবদিন নাইব। পঞ্চম বলে কোনমতে লেগ বাই থেকে এল আরও এক। শেষ বলের সমীকরণ দাঁড়াল জিততে হলে শেনওয়ারিকে মারতে হবে বাউন্ডারি। মোস্তাফিজের দারুণ বলে আবারও পরাস্ত হলেন তিনি। এবার স্নায়ু পরীক্ষায় জিতল বাংলাদেশ।

আবুধাবিতে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে বাংলাদেশ যে আজ আফগানিস্তানকে ২৫০ রানের লক্ষ্য বেঁধে দেয় বাংলাদেশ। ২৫০ রানের লক্ষে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ২৪৬ রান করে আফগানিস্তান। এতেই ৩ রানের জয় পায় বাংলাদেশ।

আজকের এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি ৭৪ রান এবং ১ উইকেট নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ২৪৯/৭ (৫০) (লিটন ৪১, শান্ত ৬, মিঠুন ১, মুশফিক ৩৩ , সাকিব ০, ইমরুল ৭২* , মাহমুদউল্লাহ ৭৪, মাশরাফি ১০, মিরাজ ৫*, ; আফতাব ৩/৫৪ , মুজিব ১/৩৫, গুলাবদিন , নবী ০/৪৪, রশিদ ১/৪৬, শেনওয়ারি ০/৯)

আফগানিস্তান: ( শেহজাদ ৫৩ , ইহসানুল্লাহ ৮, রহমত ১, হাসমতুল্লাহ ৭১, আসগর ৩৯ , নবী ৩৮ শেনওয়ারি ২৩*, রশিদ ৫ গুলাবদাইন ০ ; মাশরাফি ২/৬২, অপু ০/২৯, মোস্তাফিজ ২/৪৪, মিরাজ ০/৩৬, সাকিব ১/৫৫, মাহমুদউল্লাহ ১/১৭)

ফল: বাংলাদেশ ৩ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: মাহমুদউল্লাহ রিয়াদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে