সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:১৩:১৫

এই মাত্র পাওয়া, কাল পাকিস্তানের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামবে টাইগাররা!

এই মাত্র পাওয়া, কাল পাকিস্তানের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামবে টাইগাররা!

স্পোর্টস ডেস্ক: আবুধাবিতে এশিয়া কাপ ক্রিকেটের গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানকে ৩ রানে হারিয়ে ফাইনালের স্বপ্ন জিইয়ে রেখেছে বাংলাদেশ। দিনের অন্য ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ভারত জয় পাওয়ায় এখন সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলেই ফাইনালে উঠতে পারবে মাশরাফি বিন মুর্তজার দল। এই মাত্র পাওয়া, কাল পাকিস্তানের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামবে টাইগাররা।
পাকিস্তান ম্যাচে বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন দেখা যেতে পারে সেটি হচ্ছে নাজমুল হাসান শান্ত বাদ পড়তে পারেন তার পরিবর্তে সুযোগ পেতে পারেন আচমকা স্কোয়াডে ডাক পাওয়া সৌম্য সরকার। ইমরুল কায়েস সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করেছেন এবার সৌম্যকে দিয়েও চেষ্টা করতে পারে বাংলাদেশ, কেননা ওপেনিং-এ খেলা নাজমুল হাসান শান্ত তার উপর যে ভরসা রাখা হয়েছিল গত তিন ম্যাচে তার কোন প্রতিদান দিতে পারে নি, তিন ম্যাচেই ব্যার্থ। 

ব্যর্থতার বোঝা না বাড়িয়ে এই মুহুর্তে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপুর্ন মুহুর্তে তাকে একাদশে সুযোগ না দিয়ে আন্তর্জাতিক ম্যাচে অভিজ্ঞ সৌম্য সরকারকে সুযোগ দেওয়াই হবে সময় উপযোগী সিদ্ধান্ত। এই একটি পরিবর্তন ছাড়া আর কোন পরিবর্তন না করাই বুদ্ধিমানের কাজ হবে।

টস জিতে ব্যাট করতে নেমে আগের দুই ম্যাচের মত এই ম্যাচেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দেশ থেকে উড়িয়ে আনা দুই ওপেনারের মধ্যে ইমরুল কায়েসকে দলভুক্ত করলেও ব্যাটিং উদ্বোধনীতে ছিলেন যথারীতি লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। তবে এদিনও শান্ত নামের প্রতি সুবিচার করতে পারেননি। দলীয় ১৬ রানে আফতাব আলমের শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি (৬)। পরের ওভারে মুজিব উর রহমানের বলে এলবিডব্লিউ হন মোহাম্মদ মিঠুন (১)। ১৮ রানেই টপ অর্ডারের দুই ব্যাটসম্যানকে হারালে চাপে পড়ে যায় বাংলাদেশ।

তবে সেই চাপ জয় করে প্রতিরোধ গড়ার ইঙ্গিত দিয়েছিলেন লিটন ও মুশফিকুর রহিম। কিন্তু দলীয় ৮১ রানে রশিদ খানের বলে ইহসানউল্লাহর হাতে তালুবন্দী হন ৪৩ বলে ৪১ রান করা লিটন। এরপর দলীয় ৮১ রানেই মুশফিক (৫২ বলে ৩৩) এবং ৮৭ রানে সাকিব আল হাসান (০) রানআউট হলে আবারও টাইগারদের ব্যাটিং বিপর্যয়ের শঙ্কা জেগে ওঠে।

তবে বিপর্যয় সামলে শক্ত হাতে দলের হাল ধরেন ইমরুল কায়েস ও মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের বুদ্ধিদীপ্ত দৃঢ় ব্যাটিংয়ে আলোর পথ খুঁজে পায় মাশরাফি বিন মুর্তজার দল। নিজেদের জুটির রেকর্ড (একইসাথে ষষ্ঠ উইকেটে দলের রেকর্ড) গড়ে দুজনে দলকে এনে দেন লড়াকু সংগ্রহের ভিতও।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে