মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ১২:২৮:৪৭

পাকিস্তানের বিপক্ষে খেলতে ব্যাটসম্যানদের যে পরামর্শ দিলেন তামিম

 পাকিস্তানের বিপক্ষে খেলতে ব্যাটসম্যানদের যে পরামর্শ দিলেন তামিম

স্পোর্টস ডেস্ক: ব্যাটসম্যানদের কারণে বার বার বাংলাদেশকে পরতে হচ্ছে লজ্জায়। তবে আফগানদের বিপক্ষে ইমরুল-মাহমুদুল্লাহতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাংলাদেশ। ফাইনালে উঠতে সতীর্থদের মিডল ওভার ঠিকমত কাজে লাগানোর পরামর্শ তামিম ইকবালের। তাহলে স্কোর বোর্ডে আসবে বড় রান। এদিকে নতুন বলে পাকিস্তান পেইসারদের সতর্কের সাথে মোকাবেলা করতে বলছেন সাবেকরা।

কব্জির চোটে দেশে ফিরেছেন। ওপেনিংয়ে তামিমের শূন্যতা কেউ পূরণ করতে পারেননি। শান্ত-লিটন-মিঠুনরা চাপ নিতে পারছেন না। দুই ম্যাচে বড় হারের পর স্বস্তির জয় এসেছে আফগানিস্তানের বিপক্ষে। লাইফ লাইন পেয়েছে বাংলাদেশ।

ব্যাটসম্যানদের এমন ব্যর্থতার কারণ অজানা নয় তামিমের। বলছেন তাড়াহুড়ো করাতেই যত সমস্যা। সতীর্থদের ধৈর্য্য রাখার পরামর্শ তার। বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল বলেন, দুবাই কিংবা আবুধাবির কন্ডিশনে বোলারদের জন্য বিশেষকিছু নেই। ব্যাটসম্যানরা ধৈর্য্য রাখতরে পারলে রান পাবে। মিডল ওভারে ভাল ব্যাট করা খুব জরুরি। উইকেটে সময় কাটাতে হবে যত বেশি সম্ভব। তাহলে বড় একটা সংগ্রহ করা সম্ভব। একটা জয় দলের চেহারা বদলে দেয়, তেমনটা হবে আশা করছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে