মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ০১:০১:৩৩

ফিফা বর্ষসেরা: বাংলাদেশের কোচ-অধিনায়কের ভোট পেয়েছেন কারা

ফিফা বর্ষসেরা: বাংলাদেশের কোচ-অধিনায়কের ভোট পেয়েছেন কারা

স্পোর্টস ডেস্ক: ২০১৭/১৮ মৌসুমে ফিফা বর্ষসেরা ফুটবলার এবং কোচকে পুরস্কৃত করেছে ফিফা। তিন জনের সংক্ষিপ্ত তালিকাতেই ছিলেন না লিওনেল মেসি। রোনালদো-সালাহকে পেছনে ফেলে ২০১৭/১৮ মৌসুমে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারটি জিতে নিলেন লুকা মদ্রিচ।

বছরের সেরা দশ ফুটবলারের তালিকা করে সদস্য দেশগুলোর জাতীয় দলের অধিনায়ক এবং কোচদের কাছে ভোটের আবেদন করেছিল ফিফা। ওই দশজনের মধ্য থেকে তিন জনকে ভোট দিয়েছেন দেশগুলোর জাতীয় দলের কোচ এবং অধিনায়করা। প্রথম ভোটের জন্য প্রত্যেক খেলোয়াড় পেয়েছেন পাঁচ পয়েন্ট। আর দ্বিতীয় এবং তৃতীয় ভোটের জন্য তাদের দেয়া হয়েছে যথাক্রমে তিন এবং এক পয়েন্ট করে।

এখানে ভোট দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া এবং কোচ জেমি ডেও।

জামাল ভুঁইয়া প্রথম ভোটটি দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। তার দ্বিতীয় পছন্দ লিওনেল মেসি এবং লুকা মদ্রিচকে তিনি দিয়েছেন শেষ ভোটটি।

জেমি ডে'ও প্রথম ভোটটি দিয়েছেন রোনালদোকে। তবে তার ভোট পাননি মেসি। ডে দ্বিতীয় ভোটটি দিয়েছেন কিলিয়ান এমবাপ্পকে। আর একটি পয়েন্ট দিয়েছেন আন্তনিও গ্রিজম্যানকে।

কে কত শতাংশ ভোট পেয়েছেন
১. লুকা মদ্রিচ-২৯.০৫%
২. ক্রিস্টিয়ানো রোনালদো-১৯.০৮%
৩. মোহাম্মদ সালাহ- ১১.২৩%
৪. কিলিয়ান এমবাপ্পে ১০.৫২%
৫. লিওনেল মেসি-৯.৮১%
৬. আন্তনিও গ্রিজম্যান-৬.৬৯%
৭. ইডেন হ্যাজর্ড-৫.৬৫%
৮. কেভিন ডি ব্রুইনে-৩.৫৪%
৯. রাফায়েল ভারানে-৩.৪৫%
১০. হ্যারি কেন-০.৯৮%

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে