মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:০০:৪৪

চমকে উঠার মতো তথ্য, ৫ অধিনায়ককে ফিক্সিংয়ের প্রস্তাব

চমকে  উঠার মতো তথ্য, ৫ অধিনায়ককে ফিক্সিংয়ের প্রস্তাব

স্পোর্টস ডেস্ক: চমকে  উঠার মতো তথ্য এসেছে গত এক বছর ধরে চলা আইসিসি-র তদন্তে। যার মধ্যে সব চেয়ে বড় চমক হলো, গত এক বছরে পাঁচজন আন্তর্জাতিক ক্রিকেট অধিনায়ককে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দিয়েছিল জুয়াড়িরা। যার মধ্যে চার অধিনায়ক টেস্ট খেলিয়ে দেশের। একজন শুধু অ্যাসোসিয়েট দেশের। সোমবার দুবাইয়ে আইসিসির সদর দফতর থেকে পাওয়া গেল এ সব তথ্য। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।

ব্রিটিশ পুলিশের অবসরপ্রাপ্ত এই কর্তা অ্যালেক্স মার্শাল গত বছর দায়িত্ব নিয়েছিলেন আইসিসির দুর্নীতি দমন শাখার। এই এক বছরে তার চালানো তদন্তেই উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।

ঘটনা হল, এই সব তথ্য উদঘাটন হলেও আইসিসি কিন্তু নিজেদের থেকে এখনো কোনো ম্যাচ গড়াপেটার ঘটনা ধরতে পারেনি। প্রচারমাধ্যমের নানা গোপন ক্যামেরা অভিযান থেকে যে সব ঘটনা উঠে এসেছে, তারই তদন্ত চালিয়েছে। আইসিসি এও জানায়নি, যারা প্রস্তাব পেয়েও মুখ খোলেননি, তাদের কী ভাবে চিহ্নিত করা হচ্ছে।

এদিকে এশিয়া কাপ চলাকালীন ফিক্সয়ের প্রস্তাব পেয়েছিলেন আফগানিস্তান উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মাদ শেহজাদ। প্রস্তাব পাওয়ার পরেই তিনি তাঁর টিম ম্যানেজমেন্টকে অবহিত করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে