মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:০৪:৩৯

আগামী ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ

আগামী ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক: প্রথম রাউন্ডের শেষ আর সুপার ফোরের শুরুটা রীতিমত ব্যর্থ ছিল টাইগাররা। তবে আফগানিস্তানের বিপক্ষে দারুণ জয় পায় বাংলাদেশ। কারন তাদের লক্ষ্য ছিল একটাই ঘুরে দাঁড়ানো।

এদিকে গতকাল এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওভারে দারুণ জয় পায় বাংলাদেশ। আফগানিস্তানকে ৩ রানে হারিয়ে এশিয়া কাপে ফাইনালে যাওয়ার লড়াইয়ে টিকে থাকল টাইগাররা।

আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মর্তুজা। লক্ষ একটাই ছিল ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়বে বাংলাদেশ। কিন্তু এর আগে আফগানিস্তানের সাথে অবশ্য পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় টাইগারদের।

আগামীকাল বুধবার আবুধাবিতে পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ কার্যত হবে সেমিফাইনাল। এদিকে পাকিস্তান এবং বাংলাদেশ সুপার ফোরে আফগানদের হারিয়েছে কিন্তু দু’দলই ভারতের কাছে হেরেছে।

পর পর দুই ম্যাচে শেষ ওভারে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিল আফগানিস্তান। গত রবিবার বাংলাদেশের বিরুদ্ধে জিততে হলে শেষ ওভারে আফগানিস্তানকে ৮ রান করতে হত।

কিন্তু পেসার মুস্তাফিজুর রহমানের দুরন্ত বোলিংয়ের কারণে শেষ ওভারে আফগানরা তোলে মাত্র ৪ রান। ফলে বাংলাদেশের ২৪৯ রানের জবাবে আফগানরা ২৪৬ রানেই আটকে যায়।

শেষ তিন ওভারে আফগানদের দরকার ছিল ৩১ রান। পরপর দুই ওভারে আফগানিস্তান ২৩ রান তুলে জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত দুই ম্যাচে তীরে এসে তরী ডুবেছে রশিদ খানদের।

তাছাড়া বাংলাদেশ জিতে যাওয়ায় এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছে ভারতের। ফলে আজকে দুবাইয়ে ভারত-আফগানিস্তান ম্যাচটি একেবারেই গুরুত্বহীন হয়ে পড়ল।

কারণ ভারত ফাইনালে উঠে গিয়েছে আর আফগানরা বিদায় নিয়েছে। আগামী বুধবার আবুধাবিতে পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ কার্যত এশিয়া কাপের সেমিফাইনাল ম্যাচ। আগামী বুধবার যে জিতবে তারাই ২৮ সেপ্টেম্বর শুক্রবার ভারতের বিরুদ্ধে ফাইনালে খেলবে।

পাশাপাশি ওয়ানডে অভিষেক হয়েছে স্পিনার নাজমুল ইসলাম অপু এবং ওয়ানডে একাদশে ফিরেছেন বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস। আগামী কাল পাকিস্থানে বিপক্ষে বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশে কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ দল।

দেখে নিন আগামী ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ :-
১/কায়েস
২/সৌম্য
৩/সাকিব
৪/মুশফিক
৫/মিথুন
৬/মাহমুদুল্লাহ
৭/আরিফুল হক
৮/মিরাজ
৯/মাশরাফি
১০/রুবেল
১১/মুস্তাফিজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে