মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:৫৯:৩০

বিশ্বসেরা ফুটবলার মদ্রিচ সম্পর্কে অজানা ১১টি মজার তথ্য

বিশ্বসেরা ফুটবলার মদ্রিচ সম্পর্কে অজানা ১১টি মজার তথ্য

স্পোর্টস ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনালদো আর মোহাম্মদ সালাহকে টপকে ২০১৮ সালে ফিফার বর্ষসেরা ‘দ্য বেস্ট’ অ্যাওয়ার্ড জিতেছেন ক্রোয়েশিয়া জাতীয় দলের অধিনায়ক রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার লুকা মদ্রিচ। এমটিনিউজ২৪.কম পাঠকদের জন্য আজ থাকছে বিশ্ব জয়ী মদ্রিচ সম্পর্কে মজার ১১টি তথ্য।

১. মদ্রিচ একটি গ্রামে জন্মগ্রহণ করেন যে গ্রামটির নাম ছিল মদ্রিচি।

২. রিয়েল মাদ্রিদ ক্লাবে মদ্রিচের পছন্দের কোচ ছিলেন কার্লো আনচেলত্তি।

৩. কিশোর বয়স থেকেই মদ্রিচ ক্রিস্টিয়ানো রোনালদোকে আদর্শ মনে করতেন।

৪. মদ্রিচের শারীরিক গঠন ফুটবলে তাঁর শ্রেষ্ঠ হওয়ার পেছনে বাঁধা হতে পারে নি।

৫. মদ্রিচ অনেকটা পথ পাড়ি দিয়ে শ্রেষ্ঠ হওয়ার সম্মাননা অর্জন করেন। এখন পর্যন্ত ক্রোয়েশিয়ার ক্লাব ডিনামো জাগ্রেব, বসনিয়া ও হার্জেগোভিনার ক্লাব জ্রিন্সকি, ক্রোয়েশিয়ার আরেকটি ক্লাব ইন্টার জাপ্রেসিক, ইংল্যান্ডের ক্লাব টটেনহাম এবং স্পেনের ক্লাব রিয়েল মাদ্রিদের হয়ে খেলেছেন তিনি।

৬. বার্সেলোনা ফুটবল টিমের সাথে ছুক্তিবন্ধ হওয়ার সম্ভাবনা থাকলেও এর আগেই মদ্রিচের সাথে টোটেনহামের চুক্তি সম্পন্ন হয়ে যায়।

৭. মদ্রিচ ২০১০ সালে ভাঞ্জা বসনিককে বিয়ে করেন।

৯. মদ্রিচের দুই সন্তান রয়েছে, ইমা এবং ইভানো।

১০. বিশ্ব শরণার্থী দিবস উদযাপনের জন্য মদ্রিচ ২০১৬ সালে নিজেকে শরণার্থীর লিস্টে অন্তর্ভুক্ত করেন।

১১. মদ্রিচ ২০১৮ সালে সালাহ ও নিজ আদর্শ রোনালদোকে টপকিয়ে শ্রেষ্ঠ খেলোয়াড় হওয়ার সম্মান অর্জন করেন।

‘দ্যি ফার্স্ট নিউজপেপার’ থেকে সংগৃহিত, অনুবাদ করেছেন মেহেদী হাসান দ্বীপ। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে