মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:৫১:৪২

১০০০ থেকে ৪০০ বেছে নিয়েছে বিকেএসপি

১০০০ থেকে ৪০০ বেছে নিয়েছে বিকেএসপি

স্পোর্টস ডেস্কঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ক্রীড়ার মান উন্নয়নের লক্ষে বিকেএসপি কর্তৃক বাস্তবায়নযোগ্য প্রকল্প ‘‘তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম-২০১৮’’ এর ২য় পর্ব শেষ হয়েছে। দেশের ৬৪টি জেলা থেকে বাছাইকৃত ১০০০ জন খেলোয়াড়দের মধ্য থেকে ৪০০ জনকে নিয়ে দু’ মাসের ক্যাম্প ঢাকা  বিকেএসপিসহ দিনাজপুর ও বরিশাল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

বিকেএসপিতে সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেনল মো. আনিছুর রহমান। তিনি প্রশিক্ষণার্থীদের কঠোর পরিশ্রমী ও খেলাধুলায় নিজেদেরকে আত্মোৎসর্গের পরামর্শ দেন।

তিনি সকলকে লক্ষ্য ঠিক রেখে সামনে এগিয়ে যাওয়ারও পরামর্শ দেন।

অংশগ্রহণকারী ৩৮২ জনের মধ্যে ঢাকা বিকেএসপিতে ১৯২ জনকে, দিনাজপুরে ১৪২ জন ও বরিশাল বিকেএসপিতে ৪৮ জনকে সনদ প্রদান করা হয়। আঞ্চলিক কেন্দ্র দিনাজপুরে পরিচালক (প্রশাসন ও অর্থ) হাওলাদার মো. রকিবুল বারী ও বরিশাল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে পরিচালক (প্রশিক্ষণ)  ড. মো. মহিউদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 ২ মাসের ক্যাম্পে অংশগ্রহণকারীদের মধ্য থেকে ক্রীড়া মেধাসম্পন্ন প্রশিক্ষণার্থীদের বিকেএসপি’র  দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ কার্যক্রমে অগ্রাধিকার দেয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে