বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৩১:১৪

বাংলাদেশের বিপক্ষে টেস্টের সূচি ঘোষণা করেছে বিসিসিআই

বাংলাদেশের বিপক্ষে টেস্টের সূচি ঘোষণা করেছে বিসিসিআই

স্পোর্টস ডেস্ক: ২০০০ সালে টেস্ট যাত্রা শুরু বাংলাদেশের। শুরুটা হয় ভারতের বিপক্ষে। তবে ১৮বছর পেরিয়ে গেলেও ভারতের মাটিতে সিরিজ খেলেনি বাংলাদেশ।  

বাংলাদেশের টেস্ট মর্যাদা প্রাপ্তির প্রায় ১৭ বছর পর গত বছরের ফেব্রুয়ারিতে ভারতে একটি মাত্র টেস্ট খেলার সুযোগ পায় বাংলাদেশ। তবে এবার ভারতের বিপক্ষে পুর্নাঙ্গ সিরিজ খেলার সুযোগ পাচ্ছে টাইগাররা। বাংলাদেশের বিপক্ষে টেস্টের সূচি ঘোষণা করেছে বিসিসিআই। 

কিছুদিন আগে ভারতের আগামী ২০২৩ সাল পর্যন্ত হোম সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিসিআই আগামী পাঁচ ২০১৮-২০২৩ বছরের জন্য। আর তাতে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর দ্বিতীয়বারের মতো ২০১৭ এর পর ভারত সফর করবে বাংলাদেশ।

সব কিছু ঠিক থাকলে এই সফর হবে ২০১৯ সালের নভেম্বর মাসে। এই সূচিতে বাংলাদেশ দল ২ টেস্ট ও ৩ টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে। বাংলাদেশের জন্য শুভকামনা যে বাংলাদেশ দল একটি ভাল জয় উপহার দিতে পারে।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে