বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:২১:৫৯

এবার দলেই নেই ম্যাথুস

এবার দলেই নেই ম্যাথুস

স্পোর্টস ডেস্ক: কি দেখলেন আর কি হলো? এশিয়া কাপের অন্যতম শক্তিশালী দল শ্রীলঙ্কা চলতি আসরে কোন চমকই দেখাতে পারেনি। টুর্নামেন্টের শুরুতেই বাদ পড়েছে দলটি।  সাম্প্রতিক পারফরম্যান্সে ব্যর্থতার জেরে এরই মধ্যে জাতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব হারিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস।  আর এবার অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে ওয়ানডে দল থেকেও বাদ দিয়ে দেওয়া হল।  ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের দলে রাখা হয়নি ম্যাথুসকে।

ম্যাথুসকে বাদ দেয়ার পষ্ট কোনো কারণ জানায়নি এসএলসি। তবে তার ফিটনেস সমস্যা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছে বোর্ড। তাৎক্ষণিকভাবে নিজের ফিটনেস টেস্ট নেয়ার দাবি জানিয়েছেন ম্যাথুস

গত শুক্রবার কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে বৈঠকের পর ম্যাথুসের ফিটনেস নিয়ে নানা কথা হয় বলে জানাচ্ছে ক্রিকইনফো। বেশি ম্যাচ খেলার কারণেই তার বড় ইনজুরির আশঙ্কা রয়েছে বলে ধারণা টিম কর্মমর্তাদের। ওই বৈঠকের সময়ই অধিনায়কের পদ থেকে সরে যেতে বলায় তাকে।

উল্লেখ্য, সাউথ আফ্রিকা বিপক্ষে ঘরের মাঠের সবশেষ ওয়ানডে সিরিজেও টপ স্কোরার ছিলেন ম্যাথুস। ৮৩.৬২ স্ট্রাইক রেট ও ৭৮.৩৩ গড়ে পাঁচ ওয়ানেডেতে তার রান ২৩৫।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে