বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৫২:২৯

পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে মরিয়া সৌম্য

পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে মরিয়া সৌম্য

স্পোর্টস ডেস্ক: এর আগে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেই নামার সম্ভাবনা ছিল। কিন্তু তরুণ নাজমুল হোসেন শান্তকে   ‘আরেকবার’ সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। সেই সুযোগটাও নিতে পারেননি শান্ত। ১৮ বলে করেছেন ৬। এশিয়া কাপের তিন ম্যাচে দলকে বড্ড ভুগিয়ে তিন ম্যাচে সাকুল্যে করেছেন ১৮। কাল পাকিস্তানের বিপক্ষে তার বাদ পড়াটা তাই নিশ্চিত। পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে মরিয়া সৌম্য সরকার। 

প্রায় এক বছর পর ওয়ানডে দলে ফিরতে যাচ্ছেন সৌম্য সরকার। হয়তো ওপেনার হিসেবেই। গত বছর ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবশেষ খেলেছিলেন ওয়ানডে। কাল যে একাদশে থাকছেন, টিম ম্যানেজমেন্ট নাকি আগেভাগেই জানিয়ে দিয়েছে সৌম্যকে।আর নিজেকে সেভাবেই প্রস্তুত করে নিচ্ছেন এ ওপেনার।

খুলনায় তিন দিন টানা ম্যাচ খেলে, দুই দিনের জার্নি এবং এখাকার প্রচণ্ড গরমের মধ্যেও সফল হয়েছেন ইমরুল কায়েস। সৌম্যর মতো তিনিও দেশের হয়ে সর্বশেষ গত বছর চ্যাম্পিন্স ট্রফিতেই খেলেছিলেন। এক বছর পর দলে ফিরে কঠিন সময়ে ব্যাট হাতে ইমরুল করেন ৭২। এবার সৌম্যর পালা। সৌম্যকে প্রস্তুতই মনে হলো।

দুবাইয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার পর আজই পুরো সেশন অনুশীলন করলেন সৌম্য। বেশ ফুরফরে মুডে দীর্ঘসময় ব্যাটিংয়ে সময় কাটালেন। এক ফাঁকে কথা বললেন মিডিযার সঙ্গে। জানালেন, কঠিন কন্ডিশন হলেও তিনি পুরোপুরি প্রস্তুত।

সৌম্য বলেন,‘ এখানে অনেক গরম। তবে সবার জন্যই তা সমান। আমি নিজেকে মানিয়ে নেওয়ার জন্য প্রস্তুত। যদি সুযোগ পাই, তাহলে সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

এখন পর্যন্ত দেশের হয়ে ওয়ানডে খেলেছেন ৩২টি। সেঞ্চুরি মাত্র একটি। এই সেঞ্চুরিটা কালকের প্রতিপক্ষ পাকিস্তানের বিপক্ষে। ২০১৫ সালে দেশের মাটিতে ১২৭ রানে অপরাজিত ছিলেন তিনি। এই ইনিংস থেকেই অনুপ্রেরণা নিচ্ছেন সৌম্য।

বলেন,‘ অনেক দিন ধরে আমি রানের মধ্যে ছিলাম না। তবে ‘এ’ দলের হয়ে দুটি ভালো ম্যাচ খেলেছি। ব্যাটিংয়ের দুর্বল জায়গাগুলো নিয়ে কাজ করেছি। আগের চেয়ে আত্মবিশ্বাসও বেড়েছে। পাকিস্তানের বিপক্ষে সুযোগ পেলে সেরাটা দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, ওই ইনিংসটা অবশ্যই আমাকে প্রেরণা যোগাবে।’

সৌম্য মনে করেন, কঠিন কন্ডিশন হলেও পাকিস্তানকে হারানো অসম্ভব নয়। সবাই মিলে সেরাটা দিতে পারলে ফাইনালে ওঠা সম্ভব। আর সৌম্যর প্রত্যাশা এটাই।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে