বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৫৫:৪৯

টি-টেন লিগে আইকন ক্রিকেটার হলেন রশিদ খান-আফ্রিদি, যারা সুযোগ পেলেন

টি-টেন লিগে আইকন ক্রিকেটার হলেন রশিদ খান-আফ্রিদি, যারা সুযোগ পেলেন

স্পোর্টস ডেস্ক: আইকন ক্রিকেটার হলেন রশিদ খান-আফ্রিদি। চলমান বিতর্কের মাঝেই ড্রাফট প্রকাশ করেছে টি-টেন লিগ। শারজায় ২৩ নভেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্টে এবার আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন রশিদ খান, শহীদ আফ্রিদি। ড্রাফটে অবশ্য কোনও বাংলাদেশির নাম নেই। তবে আগের বারের চেয়ে বেড়েছে তারকাদের সমারোহ।

সোমবার প্লেয়ার ড্রাফট করেছে আয়োজকরা। তালিকা অনুসারে কেরালা কিংসে খেলবেন ক্রিস গেইল। তার দলীয় সঙ্গী কিয়েরন পোলার্ড, ইংলিশ অধিনায়ক এয়োইন মরগান আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন একই  দলে। বর্তমান চ্যাম্পিয়নরা এবার দলে নিয়েছে ৩৬ বছর বয়সী পাক ব্যাটসম্যান ইমরান নারিজকে। মারাঠা এরাবিয়ান্সের হয়ে মাঠ মাতাবেন আইকন ক্রিকেটার রশিদ খান। একই দলে খেলবেন লাসিথ মালিঙ্গা।

নর্দার্ন ওয়ারিয়র্সে খেলবেন আন্দ্রে রাসেল, ড্যারেন স্যামি ও ওয়াহাব রিয়াজ। আফ্রিদি ও কলিন মুনরোকে নিয়েছে পাখতুন ফ্র্যাঞ্চাইজি। আইকন ক্রিকেটার সুনিল নারিন, মোহাম্মদ নবী, মুজিব উর রহমান ও মরনে মরকেল খেলবেন বেঙ্গল টাইগার্সে।

একই ভাবে তারকাদের মাঝে আইকন ক্রিকেটার ব্র্যান্ডন ম্যাককালাম ও ক্রিস লিন চুক্তি নবায়ন করবেন রাজপুতের হয়ে। একই দলে আছেন কার্লোস ব্র্যাথওয়েট ও আফগান ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ। শোয়েব মালিক মিচেল ম্যাক্লিনাঘান ও এভিন লুইস খেলবেন পাঞ্জাবি লিজেন্ডসে। অপর দিকে শেন ওয়াটসন, জোফরা আর্চার ও থিসারা পেরেরা খেলবেন কারাচিয়ান্সে।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে