বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:৪৫:০৬

বাঁচা-মরার সেমিফাইনালে দুই দলেই পরিবর্তন!

বাঁচা-মরার সেমিফাইনালে দুই দলেই পরিবর্তন!

স্পোর্টস ডেস্কঃ পাকদের হারাতে পারলেই ফাইনাল – এমন একটি কঠিন সমীকরণ মাথা নিয়ে আজ ম্যাচে নামবে টাইগাররা। সে কারণেই ম্যাচের আগে একাদশ নিয়ে চিন্তা-ভাবনাটা একটু বেশি করছেন দুই দলেরই টিম ম্যানেজম্যান্ট। আজ ২৬ সেপ্টেম্বর, বুধবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।

কিন্তু বাংলাদেশ জয়ী হবার পর স্বাভাবিক নিয়মে একাদশে পরিবর্তন কওে না। সেটা যদি আবার একই ভেন্যুতে হয় তাহলে তো প্রশ্নই আসে না। তবে সাকিবের ইনজুরির হাতে ব্যাথা বেশি থাকায় আজ নাও খেলতে পারেন বলে জানিয়ে রেখেছেন দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

ক্রিকেট বিশে^ বলা হয় পাকিস্তান ‘আনপ্রেডিক্টেবল দল’। নিশ্চিত হেরে যাবে এমন ম্যাচ জিতে গেছে, আবার নিশ্চিত জেতা ম্যাচও লজ্জাজনক ভাবে হারের অনেক উদাহরণ সৃস্টি করেছে পাকিস্তন। এরই সঙ্গে বেশ কিছু হলো দলীয় পারফরম্যান্সের কল্যাণে মাশাফিরাও এই খ্যাতাব পেয়ে গেছে। এই দুই আনপ্রেডিক্টেবল দলই এবার মুখোমুখি হচ্ছে এশিয়া কাপের ১৪তম আসরের অঘোষিত সেমিফাইনালে।

অঘোষিত আজকের এই সেমিফাইনালে বাংলাদেশের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে টপ অর্ডারের ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতা। ১৪তম এশিয়া কাপের কোনো ম্যাচেই টাইহগারদের উদ্বোধনী জুটি সফলতার মুখ দেখেনি। ১, ১৫, ১৫ এবং ১৬। এই ছিল চার ম্যাচের ওপেনিং জুটির সাকুলো সংগ্রহ। পাকিস্তানের বিপক্ষে এ কারণেই আজ সৌম্যকে দেখা যেতে পাওে বলে জানা গেছে।

টানা ব্যর্থ নাজমুল হোসেন শান্তর জায়গায় আজ একাদশে দেখা যেতে পারে এশিয়া কাপের মাঝপথে দুবাই উড়িয়ে নিয়ে যাওয়া সৌম্য সরকারকে। তবে যদি ইমরুল কায়েসকে ওপেনিংয়ের বিষয়টি সামনে চলে আসে তাহলে সৌম্য খেলবেন নিচের দিকে। ব্যর্থতার দায়ে পড়তে পারেন মোহাম্মদ মিথুনও। এশিয়া কাপে টানা তিন ম্যাচেই ব্যর্থ তিনি। তার জায়গায় একাদশে দেখা যেতে পারে মুমিনুল হককে।

তাছাড়া বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর জায়গায় আজ ডানহাতি অভিজ্ঞ পেসার রুবেল হোসেনকে নেবার কথাও প্রায় নিশ্চিত বলে জানা গেছে।

পাকিস্তান দলেও আজ পরিবর্তন থাকছে। বোলিংয়ে পাকিস্তানের সবচেয়ে শক্তির জায়গা বলে জানে সকলে, সেই বোলিং বিভাগই এখন এশিয়া কাপে নখদন্তহীন। পাকিস্তানি পেসাররা এ আসরে আলো জ¦ালাতে ব্যর্থতার পরিচয় নিয়েছেন। এশিয়া কাপে আমিরের ঝুলিতে নেই কোনো উইকেট। হাসান আলী তিন উইকেট পকেটে জমা করেছেন।

আজ বাংলাদেশের বিপক্ষে বাঁচা-মরার সেমিফাইনালে একাদশ থেকে ছিটকে যেতে পারেন পাকদের  দুই পেসারের যেকোন এক জন। সে জায়গায় একাদশে দেখা যেতে পারে পেসার জুনায়েদ খানকে। তবে পাকিস্তানের ওপেনিং জুটিতেও পরিবর্তন হতে পারে। ফখর জামানের জায়গায় দেখা যেতে পারে শান মাসুদকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

লিটন দাস, নাজমুল হাসান শান্ত/সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম/রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ:

ইমাম উল হক, ফখর জামান/ শান মাসুদ, বাবর আজম, সরফরাজ আহমেদ, শোয়েব মালিক, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী/জুনায়েদ খান, মোহাম্মদ আমির/উসমান খান, শাহীন শাহ আফ্রিদি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে