সোমবার, ০৮ অক্টোবর, ২০১৮, ০২:৩৩:২৩

টেস্ট দলেও সেই দুইজনকে চাচ্ছেন নির্বাচকরা

টেস্ট দলেও সেই দুইজনকে চাচ্ছেন নির্বাচকরা

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে দুইটি হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। এরপরে থেকেই আলোচিত হয়ে আসেন মোহাম্মদ মিথুন। সুযোগ পান আফগানিস্তান প্রিমিয়ার লীগেও। তার সাথে সুযোগ হয় সৌম্যকে।
কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করে তাদেরকে পাঠানো হয়নি সেইখানে। 

তবে তাদেরকে অনাপত্তিপত্র না দেওয়ার ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন জানান, ‘নির্বাচকরা চাচ্ছে, আমাদের যে কয়জন সম্ভাব্য ক্রিকেটার আছে, তাঁরা লঙ্গার ভার্সনের ক্রিকেট খেলুক। আর আমাদের জাতীয় ক্রিকেট খুবই গুরুত্বপূর্ণ। যারা আগামী সিরিজে খেলতে পারে, সম্ভাব্য তালিকায় আছে, তাদের আমরা দেখতে চাচ্ছি।’

বিশেষত যে, আফগানিস্তান প্রিমিয়ার লীগে (এপিএল) কান্দাহার নাইটসের হয়ে খেলার সুযোগ মিলেছিল সৌম্য এবং মিথুনের। কিন্তু তাদেরকে অনুমতি দেওয়া হয়নি বিসিবি থেকে। কিন্তু জাতীয় দলের বাহিরে থাকা আরেক পেসার তাসকিন আহমেদ সুযোগ পেয়েছেন এই লীগ খেলার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে