মঙ্গলবার, ০৯ অক্টোবর, ২০১৮, ০৯:০৭:০১

বাংলাদেশ দলের ওয়ানডেতে নতুন চমক মিজানুর!

বাংলাদেশ দলের ওয়ানডেতে নতুন চমক মিজানুর!

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ দলের ওয়ানডেতে নতুন চমক মিজানুর! বাংলাদেশ কি জিম্বাবুয়ের বিপক্ষে দল নিয়ে কোনরকম পরীক্ষা-নিরীক্ষায় যাবে? বিশ্বকাপকে সামনে রেখে বিকল্প বা ব্যাকআপ পারফরমার খুঁজে বের করতে কি সম্ভাবনাময় তরুণদের কাউকে সুযোগ দেয়া হবে? যেহেতু সামনে টানা খেলা, তাই তরুণদের মধ্য থেকে বিকল্প খোঁজার মিশনে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজই হতে পারে সেরা ক্ষেত্র।

কিন্তু দুটি কারণে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা থমকে দাঁড়িয়েছিলেন। এক মূল শক্তির অন্যতম উৎস তামিম-সাকিব নেই। তাদের ছাড়া এমনিতেই শক্তি কম। তারওপর নতুনদের সুযোগ দিতে গেলে শক্তির ভারসাম্য কমে যাবে আরও। যেহেতু রেটিংয়ের ব্যাপারটাও মাথায় রাখতে হচ্ছে, হারলে রেটিং পয়েন্ট কমবে। র্যাংকিংয়ের অবনমনের ঝুঁকি। দুয়ে মিলে নির্বাচকরা ছিলেন দ্বিধা-সংশয়ে।

কিন্তু বোর্ড প্রধান নিজেই যখন বলে ফেলেন, জিম্বাবুয়ের বিপক্ষে দলে এক্সপেরিমেন্ট চালানোর কথা, তখন আর কিইবা করার থাকে? যদিও বিসিবি সভাপতি সিনিয়রদের কাউকে বিশ্রাম দেবার কথা বলেননি। শুধু উল্লেখ করেছেন, নতুনদের প্রাথমিক ক্যাম্পে ডাকবে। ভাল মনে হলে রাখবে।

ভিতরের খবর, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের ভাবনাও তেমন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজনও জানালেন, বড় ধরনের রদ বদলের সুযোগ-সম্ভাবনা নেই। তবে দু’একজনকে পরখ করার সম্ভাবনা আছে। সেটা এমনিতেই আছে।

তাদের দু’জনার একই কথা, ‘ওপেনার তামিম আর অলরাউন্ডার সাকিব আল হাসান যেহেতু নেই, তাই দুটি জায়গা খালি। ওই শূন্যতা পুরণের জন্য এমনিতেই দুজনকে সুযোগ দিতে হবে।’

নান্নুর কথায় পরিষ্কার, সেখানে নতুন কাউকে দেখা যেতেও পারে। এর মধ্যে লিটন দাসের সাথে বিকল্প ওপেনার হিসেবে রাজশাহীর মিজানুর রহমানের সম্ভাবনার কথা শোনা যাচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে