বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮, ১০:০৯:২৮

বল করা ভুলে যাওয়া সেই ছেলেটিকে জাতীয় দলে ঠাই দিল বিসিবি!

বল করা ভুলে যাওয়া সেই ছেলেটিকে জাতীয় দলে ঠাই দিল বিসিবি!

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ দল মান সম্মত বোলিং অলরাউন্ডার এখনও খুঁজে বেড়াচ্ছে। দলের সাত নম্বর ব্যাটিং করার মতো এখনো কেউ হয়ে ওঠেনি বাংলাদেশ। তবে ২০১৭ সালে জাতীয় দলে অভিষেক হওয়া পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনকে উপযুক্ত ভাবা হয়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে হারিয়ে গেছে সেই প্রতিভাবান ক্রিকেটার।

সম্প্রিত তাকে নিয়ে কোন পরিকল্পনাই করছেন না বলে জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি জানান, এই জায়গার জন্য প্রস্তুত করার পরিকল্পনায় আছেন তাঁরা। আরিফুল হক এবং সৌম্য সরকার তাদের মধ্যে অন্যতম। যদিও ইতিমধ্যে বল হাতে নিজের সামর্থ্য দেখানোর সুযোগ পেয়েছিলেন সৌম্য। কিন্তু এখনও আরিফুল হকের সুযোগ আসেনি।

বল করা ভুলে যাওয়া সেই ছেলেটিকে জাতীয় দলে ঠাই দিল বিসিবি! সে দিন মোহাম্মদ সাইফুদ্দিনের বিষয়ে বিসিবি প্রধান বলেন, ‘আমরা সাইফুদ্দীনের অনেক প্রতিভা দেখেছিলাম। সে ওই জায়গার জন্য আদর্শ ক্রিকেটার আমাদের জন্য। কিন্তু ওর বোলিং নাকি খুবই খারাপ হয়ে গেছে, ওর খোঁজ খবর নিলেই শুনি সে বল করা ভুলে গেছে। এখন বল করা ভুলে গেলে কিভাবে হবে, আমার তো বোলিং অলরাউন্ডার দরকার। সে নাকি বল ফেলতেই পারে না জায়গা মত। এই পজিশনে আমরা অনেক পরীক্ষা নিরিক্ষা করেছি। সাব্বিরকে চেষ্টা করেছি, আরিফুল আছে, সৌম্যকে নিয়ে এখন নতুন করে ভাবা হচ্ছে।’

এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য এবার দল ঘোষণা করেছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার আসন্ন সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।

আর সেই দলে প্রথম বারের মত জায়গা পেয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান ফজলে রাব্বি। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন তিনি। যার ফলে এশিয়া কাপের জন্য ঘোষিত ৩১ সদস্যের প্রাথমিক স্কোয়াডেও জায়গা পেয়েছিলেন তিনি।

এদিকে সেই সাইফুদ্দীনকে দলে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে যায়গা দিল বিসিবি। সাইফুদ্দীন সর্বশেষ জানুয়ারি মাসে ত্রিদেশীয় সিরিজে ওয়ানডে খেলেছিলেন।

ওয়ানডে সিরিজে বাংলাদেশ স্কোয়াডঃ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, ইমরুল কায়েস, ফজলে রাব্বি, মোহাম্মদ সাইফুদ্দিন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে