বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮, ১১:২৩:৫৪

এইমাত্র পাওয়া খবর, ঘোষণা করা হলো বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কের নাম

এইমাত্র পাওয়া খবর, ঘোষণা করা হলো বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কের নাম

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য এবার দল ঘোষণা করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার(১১ অক্টোবর) আসন্ন সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এইমাত্র পাওয়া খবর, ঘোষণা করা হলো বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কের নাম।

সাকিবের ইনজুরির কারনে নেই জিম্বাবুয়ে সিরিজে এই খবর আগেই জানা। তবে টেস্ট সিরিজে কে নেতৃত্ব দিবে এটা নিয়ে দ্বিধাদ্বন্ধ ছিল তা পরিস্কার করে দিয়েছে বিসিবি বস নাজমুল হাসান পাপন।

সাকিব না থাকায় জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে বাংলাদেশ টেস্ট দলকে কে নেতৃত্ব দিবেন এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নাজমুল হাসান পাপন বলেন, ‘টেস্ট অধিনায়ক হিসেবে আমার পছন্দ মাহমুদউল্লাহ রিয়াদ। আমার বিশ্বাস সে দলকে ভালোভাবেই গাইড করতে পারবে।’

উল্লেখ্য, দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগামী ১৬ অক্টোবর ঢাকায় আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আগামী ২১ অক্টোবর মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। এরপর ২৪ ও ২৬ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে