শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮, ০৩:৩৪:১১

ছিটকে গেলেন দুর্দান্ত খেলতে থাকা ইমাম

ছিটকে গেলেন দুর্দান্ত খেলতে থাকা ইমাম

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে দুবাই টেস্টের শেষ দিন ফিল্ডিং করার সময় চোট পান ইমাম উল হক। পাকিস্তানের দ্বিতীয় ও শেষ টেস্টে তাই তিনি দর্শক। ছিটকে গেলেন দুর্দান্ত খেলতে থাকা ইমাম। 

প্রথম টেস্টে শেষ দিন টিম পেইন ও উসমান খাজার বীরত্বে নাটকীয় ড্র করে অস্ট্রেলিয়া। অথচ প্রথম ইনিংসে ইমাম ও মোহাম্মদ হাফিজের দুইশ ছাড়ানো জুটির পর বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে জয়ের আভাস পেয়েছিল পাকিস্তান। কিন্তু বৃহস্পতিবার হতাশার ড্র মানতে হয় তাদের।

এদিনই ফিল্ডিং করতে গিয়ে বাঁহাতের কনিষ্ঠ আঙুলে চোট পান ইমাম। তাতে ধরা পড়েছে চিড়।

এই চোট পাকিস্তানের জন্য ধাক্কা। হাফিজের সঙ্গে প্রথম ইনিংসে ২০৫ রানের জুটি গড়তে ৭৬ রানের গুরুত্বপূর্ণ স্কোর করেন ইমাম। দ্বিতীয় ইনিংসেও পাকিস্তানকে বড় লিড এনে দিতে ৪৮ রান করেন এই ওপেনার।

ইমামের বদলি এখনও ঘোষণা করেনি পাকিস্তান। জানা গেছে, আগামী মঙ্গলবারের ম্যাচে তিন নম্বর থেকে উঠিয়ে ওপেনিংয়ে নামানো হবে আজহার আলীকে। আরেকটি বিকল্প ব্যবস্থাও মাথায় রাখছেন নির্বাচকরা। টেস্ট অভিষেক হয়ে যেতে পারে ফখর জামানের। 
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে