শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮, ০৭:৩৫:৫১

মোস্তাফিজের যে খেলার কারণে ক্রিকেটে নাম লেখান পেসার শরিফুল ইসলাম

 মোস্তাফিজের যে খেলার কারণে ক্রিকেটে নাম লেখান পেসার শরিফুল ইসলাম

স্পোর্টস ডেস্ক: ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে অভিষেক হয় মোস্তাফিজুর রহমানের। আর এই মোস্তাফিজের মধ্যেই অনুপ্রেরণা খুঁজে পান বর্তমান সময়ের তরুন পেসার শরিফুল ইসলাম। মোস্তাফিজকে দেখেই পেস বোলার হওয়ার ইচ্ছা জাগে শরিফুলের। এমনটিই জানিয়েছেন তিনি।

ক্রিকেটে কিভাবে আসা হল? সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব নিয়ে কথা বলেছেন ১৯ বছর বয়সী এই ডানহাতি পেসার। তিনি বলেন, ‘আমাদের এলাকায় এখনও বিদ্যুতের সংযোগ নেই। মউমারি স্থানীয় বাজারে পাকিস্তানের বিপক্ষে মুস্তাফিজের অভিষেক ম্যাচটি দেখেছিলাম। যা আমার বাড়ি থেকে মাত্র ২০ মিনিট দূরে। দেখলাম একজন চিকন ছেলে দারুণ বোলিং করছে, ভালোই লাগছিল দেখতে।’

তিনি আরো বলেন, ‘তারপর ভেবে দেখলাম চেষ্টা করলেই আমিও তাঁর মতো একজন ফাস্ট বোলার হয়ে উঠতে পারি। পরিবারের সাথে বিষয়টি নিয়ে আলাপ করি, তাঁরা শুরুতে রাজি হন নি। আমার পরিবারের সদস্যরাই আমার চাচাকে বিষয়টি জানায়, এরপর তিনিই দায়িত্ব নিয়ে আমাকে অ্যাকাডেমিতে নিয়ে যান।’

দিনাজপুরের এক একাডেমিতে ৭ দিন অনুশীলন করার পরই ঢাকা প্রিমিয়ার লীগ এবং জাতীয় ক্রিকেট লীগে খেলার সুযোগ পান শরিফুল। এ নিয়ে তিনি বলেন, ‘দিনাজপুরের এক একাডেমিতে ৭দিন অনুশীলন করি। আলমগির কবির নামে রাজশাহীর ক্রিকেট একাডেমিতে একজন পেস বোলিং কোচ হিসেবে এসেছিলেন। এরপরই রাজশাহীর হয়ে এনসিএলে অংশ নেই তারপর ডিপিএল খেলি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে